বিঘার পর বিঘা জমিতে রঙ্গিন ফুল চাষ করে বেশ ভালই অর্থ উপার্জন করছেন চাষিরা। পূর্বস্থলীর এই ফুল গাছের চারা ছড়িয়ে যাচ্ছে ভারত বর্ষের বিভিন্ন রাজ্যে। ব্যবসায়ীদের কথায়, শুধু ভিন রাজ্য নয় দেশের বাইরেও পাড়ি দিচ্ছে বর্ধমানের ফুল। ভিন রাজ্য সহ নেপাল, ভুটানেও পাড়ি দিচ্ছে পূর্ব বর্ধমানের চাষিদের চাষ করা ফুল। এবছর আবহাওয়া খারাপ থাকার কারণে ফুল ফুটতে দেরি হয়েছিল। সেকারণে কিছুটা হলেও কপালে ভাঁজ পড়েছিল চাষি ও ব্যাবসায়ীদের। তবে এখন বাজারে রমরমিয়ে চলছে ফুলের ব্যবসা।
advertisement
আরও পড়ুন: নাইট সাফারির সুযোগ দক্ষিণের ‘এই’ জায়গায়, কাপল ফ্রেন্ডলি রিসর্টও পাবেন, বড়দিনে ঘুরে আসুন
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই জেলার হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকেও আধিকারিকেরা এই জায়গা পরিদর্শন করেছেন। এই এলাকায় ফুল চাষ যাতে আরও ভাল হয় সেকারণে নির্দিষ্ট এলাকার বিধায়কের সঙ্গে আলোচনা করবেন বলেও জানিয়েছেন। এবিষয়ে নির্দিষ্ট এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, “পলি হাউস, স্প্রিংলার সবই চাষিদের দেওয়া হচ্ছে। চাষের বিভিন্ন যন্ত্রাংশ ক্রয় করার ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। ফুল চাষ সত্যিই একটা লাভজনক ব্যবসা।”
আরও পড়ুন: বিয়ের মরশুমে একসময় এই শাড়ির ব্যাপক কদর ছিল, তবে আজ সব অতীত
কৃষিদফতর সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী দুই ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ১০০ বিঘার কাছাকাছি জমিতে বিভিন্ন ধরণের ফুল চাষ করেন এলাকার বাসিন্দারা। বিশেষ করে গাঁদাফুল চাষই বেশি করেন তাঁরা। মেড়তলা, ঝাউডাঙ্গা অঞ্চলের হালতাচড়া, পলাশপুলি প্রভৃতি এলাকায় বেশি ফুল চাষ হয়। গাঁদা, রজনীগন্ধা, গোলাপ সহ বিভিন্ন ধরণের ফুল চাষ হয়। তবে বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের চাষ বেশি হয় এই এলাকায়।
বনোয়ারীলাল চৌধুরী