আসানসোল দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের হাতে বাইক সমেত গ্রেফতার ২ চোর। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় দুই ধৃতকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে একটি বাইক চুরি যায়। এরপরেই সিটি সেন্টার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন বাইকের মালিক। চোরের খোঁজে তদন্তে নামে পুলিশ।
advertisement
সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গত ৮ নভেম্বর দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ বাঁকুড়া থেকে গ্রেফতার করে রাজেশ মন্ডল ওরফে লেবুকে। ওই দিনই বোলপুর ক্যানেল পাড়া থেকে গ্রেফতার হয় লক্ষ্মী সহানি। ধৃতদের চার দিনের পুলিশি হেফাজতে নেয় পুলিশ। এরপর তাদের জেরা করে বোলপুর থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি।
পুলিশ সূত্রে খবর, রাজেশ মন্ডল ওরফে লেবু দুর্গাপুর থানার সেকেন্ডারি এলাকার বাসিন্দা। লক্ষ্মী সহানি বোলপুর ক্যানেল পাড়ার বাসিন্দা। চুরি করার পর বাইকটি যাতে না চেনা যায় সেজন্য গাড়িতে নকল নম্বর প্লেট লাগায় অভিযুক্তরা। বুধবার ধৃতদের ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
