পুলিশ সূত্রে খবর_বেশ কিছুদিন ধরে এই ব্যক্তি বসিরহাট সহ বিভিন্ন এলাকায় ভারতীয় জাল নোটের কারবার করছিল। এবং পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য একটি PRESS লেখা ফোর হুইলার গাড়ি ব্যবহার করছিল। এবং সঙ্গে একটি ভুয়ো সাংবাদিকের পরিচয় পত্র রেখেছিলেন। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ কামারডাঙ্গা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন: লোকে লোকারণ্য SSKM হাসপাতাল, হঠাৎ পুলিশ ধরল তিনজনকে! পরিচয় ফাঁস হতেই তীব্র আলোড়ন
তার কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০০ টাকার পাঁচটি জাল নোট, জাল নোট ছাপানোর বেশকিছু কাগজের বান্ডিল, একটি ভুয়ো সাংবাদিক পরিচয়পত্র ও PRESS লেখা একটি ফোর হুইলার গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ।
আরও পড়ুন: হুবহু মানুষের দাঁত-ঠোঁট, কী এটা? বিজ্ঞানীদেরও মাথায় হাত! শুনলে আকাশ থেকে পড়বেন
আজ তাকে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।