শুরুটা ছিল সীমিত পরিসরে, কিন্তু আজ তা পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম বিশ্বস্ত ও মানবিক চক্ষু চিকিৎসা কেন্দ্র হিসেবে। সময়ের সঙ্গেসঙ্গে এই হাসপাতাল আজ পুরুলিয়ার গণ্ডি পেরিয়ে গোটা পশ্চিমবঙ্গেই চক্ষু চিকিৎসার এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে। আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দলের সহায়তায় প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ফিরে পাচ্ছেন তাদের হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি। চোখের অপারেশন ও চক্ষু সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এই হাসপাতালের মান, দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি রোগীদের মনে আজ এক বিশেষ আস্থা ও শ্রদ্ধার জন্ম দিয়েছে।
advertisement
আরও পড়ুন : ঘরে ঘরে বিয়ের প্রস্তুতি, আলপনা সেজে উঠেছিল গ্রাম! সন্ধ্যায় ‘বর-বউ’ ফিরতেই উৎসবে মাতলেন সকলে
নেতাজি আই হাসপাতালের অন্যতম বড় বৈশিষ্ট্য হল, সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য এটি এক আশীর্বাদের মতো। বহু নামী-দামী ব্যয়বহুল প্রাইভেট হাসপাতালের পরিবর্তে আজ বহু মানুষ এই গ্রামীণ হাসপাতালকেই বেছে নিচ্ছেন, কারণ এখানে আধুনিক পরিকাঠামোর পাশাপাশি আছে নিঃস্বার্থ সেবার অঙ্গীকার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতালের স্পেশাল অপারেশন অফিসার চিকিৎসক রাজশেখর চক্রবর্তী জানান, আগের তুলনায় এই হাসপাতাল আজ অনেক উন্নত হয়েছে। তবে যাতায়াত ব্যবস্থা এখনও সেভাবে গড়ে ওঠেনি। যার ফলে রোগীর সংখ্যা কিছুটা কমেছে। তবুও প্রতিদিন গড়ে প্রায় ৩০০ থেকে ৪০০ জন রোগী এখানে চিকিৎসার জন্য আসেন। নেতাজি আই হাসপাতাল’ আজ শুধুমাত্র একটি চিকিৎসাকেন্দ্র নয়, এটি হয়ে উঠেছে হাজার হাজার মানুষের চোখের আলো ফেরানোর এক পবিত্র স্থান।