রঙিন টিউব চেয়ার বিক্রি হচ্ছে ১০০-২০০ টাকায়, ছোটদের বাথটব ৩০০-৫০০ টাকার মধ্যে। দামি মলের তুলনায় প্রায় অর্ধেক দামে মিলছে পছন্দসই খেলনা ও সামগ্রী। বিক্রেতারা জানাচ্ছেন, শীতকালীন মরশুমকে লক্ষ্য করেই এই বিক্রি শুরু করেছেন তারা, যাতে সাধারণ মানুষও সহজে এসব জিনিস কিনতে পারেন।
advertisement
টাকি রোড, মাটিয়া, ধান্যকুড়িয়া, খোলাপোতা – বিভিন্ন এলাকার পথচারীরা এই রঙিন দোকানের সামনে থমকে যাচ্ছেন। কেউ কিনছেন, কেউ ছবি তুলছেন, কেউ আবার শিশুদের নিয়ে এসে আনন্দ উপভোগ করছেন। সকাল থেকে শীতের মরশুমে যেন রঙিন আলোয় ঝলমলে হয়ে উঠছে রাস্তার ধারের চেহারা।
দাম নাগালের মধ্যে ও আকর্ষণীয় সাজে এই দোকানগুলো এখন বসিরহাটের টাকি রোডের নতুন চেনা মুখ। স্থানীয়দের মতে, “শপিংমলের মতো একই মানের জিনিস রাস্তার ধারে এই দামে পাওয়া সত্যিই অবাক করা।” রঙিন আলো, শিশুদের হাসি আর ক্রেতাদের ভিড়ে এখন টাকি রোড যেন ছোট্ট এক ‘খেলনার হাট’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন। ফলে ব্যবসার গতি বেড়েছে বহুগুণ। বসিরহাটের এই রাস্তার ধারে বিভিন্ন প্রান্তে এখন স্থানীয় অর্থনীতিরও এক উজ্জ্বল দিক হয়ে উঠছে ব্যবসায়ীদের কাছে।





