Buddhist Market: বাঁকুড়ায় প্রথমবার খুলল বুদ্ধিস্ট মার্কেট! সুদূর হিমালয় থেকে এসেছে শীতের পোশাকের সম্ভার, দুর্দান্ত পাহাড়ি কালেকশন, চলবে তিন মাস

Last Updated:

Bankura Buddhist Market: প্রথমবার বাঁকুড়ায় খুলল বুদ্ধিস্ট মার্কেট। কেন্দুয়াডিহি হাই স্কুলের মাঠে বসেছে এই মার্কেট। পাহাড়ি অঞ্চল থেকে আনা শীতের নানা পোশাক নিয়ে রয়েছে মোট ১৩টি স্টল। মার্কেট চলবে আগামী বছর ৩১ জানুয়ারি পর্যন্ত।

+
বাঁকুড়ায়

বাঁকুড়ায় প্রথমবার বসেছে হিমালয়ান বুদ্ধিস্ট মার্কেট

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ভিতরে ঢুকলেই মনে হবে যেন পৌঁছে গিয়েছেন কোনও এক বৌদ্ধ মঠে। ভিতরে বাজছে মন ঠান্ডা করা মিউজিক। ধুপের গন্ধ এবং শীতের মিষ্টি সন্ধ্যা। ছোট্ট একটা মার্কেট খুলল বাঁকুড়ায়, যার নাম ‘হিমালয়ান বুদ্ধিস্ট মার্কেট’।
বাঁকুড়ার কেন্দুয়াডিহি হাই স্কুলের মাঠে বসেছে এই মার্কেট। রয়েছে মোট ১৩টি স্টল। পাহাড়ি অঞ্চল থেকে এসেছেন মোট ৪০ জন ব্যবসায়ী। রয়েছে জ্যাকেট, মাফলার, সোয়েটার, ওভারকোড, টুপি, গ্লাভস, মোজা এবং অন্যান্য শীতের পোশাক।
আরও পড়ুনঃ কংসাবতীর পাড়ে দুর্দান্ত ডেস্টিনেশন! গরম ধোঁয়া ওঠা দুধ চায়ের সঙ্গে টা, প্রিয়জনকে পাশে নিয়ে জমে উঠুক আপনার বিকেল
সবকিছুই আসছে পাহাড়ি অঞ্চল থেকে। এই মার্কেটের পরিচালক কে বি ছেত্রি জানান, এই জিনিস বাঁকুড়ার কোথাও পাওয়া যাবে না। এবং এই প্রথমবার বাঁকুড়ায় খুলল বুদ্ধিস্ট মার্কেট। যা চলবে আগামী বছর ৩১ জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ উদ্বোধন করা হয় এই বুদ্ধিস্ট মার্কেটের। একদম অথেন্টিক শাল থেকে শুরু করে পেয়ে যাবেন খুবই কম মূল্যে দুর্দান্ত সব ডিজাইনের জ্যাকেট। মেয়েদের জন্য রয়েছে জ্যাকেট এবং ওভারকোট, এছাড়াও নিজের পছন্দ মতো পেয়ে যাবেন সোয়েটার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ইতালি থেকে মেশিন এসে পড়ে রয়েছে, হয়নি প্রশিক্ষণ! এই মরশুমেও চালু হল না জয়নগরের মোয়া হাব, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
এর আগে কখনও এমন মার্কেট বসেনি বাঁকুড়ায়। কেন্দুয়াডিহিতে এই প্রথম। মার্কেটের পরিচালক বলেন, এর আগে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমন বুদ্ধিস্ট মার্কেট খুলে এসেছেন এনারা। এই প্রথমবার বাঁকুড়ার মানুষের সান্নিধ্য পেয়ে তারা যথেষ্ট খুশি।
advertisement
কী ভাবছেন? শীত সবে পড়তে শুরু করেছে আর আপনার শীতের কেনাকাটা যদি না হয়ে থাকে তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হতে পারে এই বাজার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সদ্য উদ্বোধন করা এই বাজার দুর্দান্ত সব অপশন নিয়ে হাজির হয়েছে সোজা হিমালয় থেকে। কম দামে এবং দারুণ কোয়ালিটি পেতে চাইলে একবার বিকেলে চলে আসতেই পারেন বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি হাই স্কুলের মাঠে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Buddhist Market: বাঁকুড়ায় প্রথমবার খুলল বুদ্ধিস্ট মার্কেট! সুদূর হিমালয় থেকে এসেছে শীতের পোশাকের সম্ভার, দুর্দান্ত পাহাড়ি কালেকশন, চলবে তিন মাস
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement