আরও পড়ুন: ফুটন্ত তেলে হাত ডুবিয়ে পিঠে তুলে খেতে হয়! মা মহামায়ীর মানত করলে মানতে হবে নিয়ম
শিক্ষার হাল ফেরাতে শিক্ষকের হাতে বেত না থাকলে চলে না, এই ধারণার বশবর্তী হয়েই প্রাক্তনীরা প্রধান শিক্ষকের হাতে উপহার স্বরূপ তুলে দেন বেত। ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ। শিক্ষকরা হলেন সেই ভবিষ্যৎ গড়ার কারিগর। তবে বর্তমানে ছাত্র-শিক্ষক সম্পর্কে বাঁধনটাই যেন নষ্ট হয়ে গেছে। সেখানে প্রাক্তনীদের এমন উপহার সকলকে চমকে দিয়েছে। যেখানে অভিভাবকদের বেশিরভাগ শিক্ষক শাসন করলে প্রশ্ন তুলছেন সেখানে এই ঘটনা এক অন্যরকম বার্তা দেয় বৈকি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই উপহারের কথা শুনে অনেকেই মন্তব্য করেছেন, এতে আবার শাসনের বন্ধন ফিরে আসবে। উল্লেখ্য, শান্তিপুর এমএন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলন উৎসবে বছর দশেক আগে পাশ করে স্কুল থেকে চলে যাওয়া পড়ুয়ারাই প্রধান শিক্ষকের হাতে এই উপহার তুলে দেন। এই নিয়ে ওই প্রাক্তনীদের প্রশ্ন করলে তাঁরা বলেন, স্কুলে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকের হাতে বেতের বিকল্প কিছু হতে পারে না।
মৈনাক দেবনাথ