TRENDING:

Hooghly News: জুতোর কোনও প্রয়োজন নেই! একটু বৃষ্টি হলেই বিপদ, আরামবাগের এই গ্রামে যন্ত্রণায় কাটছে জীবন

Last Updated:

সামান্য বৃষ্টিতেই রাস্তায় এক হাঁটু কাদা ! জেরবার আরামবাগের এই গ্রামের মানুষ, এ বিষয় পঞ্চায়েতের বক্তব্য, তারা জানাচ্ছেন লিখিতভাবে গ্রামের তরফ থেকে কোনদিনও তার কাছে কিছু জানান হয়নি। যদি হতো তাহলে তারা আগেই পদক্ষেপ নিতেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বছরের পর বছর ধরে বেহাল রাস্তা। সামান্য বৃষ্টিতে তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। এক হাঁটু কাদা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামের মানুষকে। আরামবাগের মলয়পুর-১ গ্রাম পঞ্চায়েতের ঘরগোহাল এলাকার মানুষ যাতায়াত যন্ত্রণায় ভুগছেন। বারবার অভিযোগ জানানোর পরেও প্রশাসন উদাসীন বলে অভিযোগ।
advertisement

এলাকার বাসিন্দাদের দাবি, ঘরগোহালের স্থানীয় ডকাল পাড়া থেকে দাসপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার মোরাম রাস্তা সারা বছরই যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে থাকে। গ্রীষ্মকালে ধুলোয় ভরে যায়। আর সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু জলকাদায় ডুবে থাকে। ফলে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

advertisement

সামনেই রয়েছে অঙ্গনওয়াড়ি স্কুল ও সাধারণ মানুষের পূজার্চনার জন্য মন্দির। এই খারাপ রাস্তা পেরিয়েই মানুষজনদের যাতায়াত করতে হয় প্রতিদিন। স্থানীয় মানুষের বক্তব্য, গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে, খারাপ রাস্তার কারণে গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, কারণ তাদের যোগাযোগের মূল এই একটি রাস্তা। এক হাঁটু কাঁদার মধ্যে ডুবে যাতায়াত করতে হয় প্রতিনিয়ত। এর ফলে নিত্যদিন বেড়ে চলেছে দুর্ঘটনা।

advertisement

View More

আরও পড়ুনRoad Bad Condition: রাস্তা তৈরির এক বছরের মধ্যে বেহাল দশা! ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ

প্রায় দিনেই যাতায়াত করতে গিয়ে জামা কাপড় নষ্ট হওয়া থেকে স্থানীয় মানুষদের চোট পাওয়া এসব প্রায় প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে সাধারণ মানুষের। এ বিষয় পঞ্চায়েতের বক্তব্য, তারা জানাচ্ছেন লিখিতভাবে গ্রামের তরফ থেকে কোনদিনও তার কাছে কিছু জানান হয়নি। যদি হতো তাহলে তারা আগেই পদক্ষেপ নিতেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আমঘাটা স্টেশন পরিদর্শনে রেলের ADRM, নবদ্বীপ ঘাট পর্যন্ত চালু হবে রেল পরিষেবা?
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: জুতোর কোনও প্রয়োজন নেই! একটু বৃষ্টি হলেই বিপদ, আরামবাগের এই গ্রামে যন্ত্রণায় কাটছে জীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল