TRENDING:

East Bardhaman News:বালির চর, খোলা আকাশ আর দামোদরের চর , বিনা পয়সার পিকনিক স্পটে ভিড় জমছে বর্ধমানের সদরঘাটে

Last Updated:

শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত হয়ে, নির্মল প্রকৃতির সান্নিধ্যে কিছু মুহূর্ত কাটানোর আকাঙ্ক্ষা কার না থাকে!আর শীতকাল মানেই পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধবদের সঙ্গে পিকনিক এবং ভ্রমণের পালা। কিন্তু বাজেট খুব কম তাই ভাবছেন কোথায় যাবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত হয়ে, নির্মল প্রকৃতির সান্নিধ্যে কিছু মুহূর্ত কাটানোর আকাঙ্ক্ষা কার না থাকে!আর শীতকাল মানেই পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধবদের সঙ্গে পিকনিক এবং ভ্রমণের পালা। কিন্তু বাজেট খুব কম তাই ভাবছেন কোথায় যাবেন? তাহলে বর্ধমানের এই জায়গা হতে পারে আপনার জন্য আদর্শ।যেখানে আপনি নদীর ধারে বসে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক পরিবেশ, তুলতে পারবেন নানান ফটো তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই শীত পড়তেই ভিড় জমতে শুরু করেছে বর্ধমানের সদরঘাটে।
advertisement

আরও পড়ুন: নবাবের জেলায় ব্রিটিশদের আগমন! চষে বেড়াচ্ছেন আনাচে-কানাচে, দেখেশুনে মুচকি হাসছেন ব্যবসায়ীরা

শীতকাল মানেই যেন এক অন্যরকম মুগ্ধতা আর সেই মুগ্ধতার পুরোটা জুড়ে রয়েছে বর্ধমান শহর লাগোয়া দামোদর নদের সদরঘাট। একদিকে বয়ে গেছে দামোদর নদ আর নদের তীরে বিস্তৃত খোলা জায়গা,বালির চর।দামোদর নদের তীরে করতে পারেন পিকনিক,তুলতে পারবেন নানান ফটো,বিকাল হলেই দেখতে পাবেন কৃষকসেতুর পাশ দিয়ে সূর্যাস্তের এক মনোরম দৃশ্য আর সামান্য কিছু অর্থের বিনিময় করতে পারবেন নৌকা বিহার। সব মিলিয়ে এই স্থানটি ডিসেম্বর মাসের শুরু থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত প্রকৃতিপ্রেমীদের জন্য হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু।সারা বছরই কম বেশি ভীড় থাকলেও এই দু-তিন মাস আরও জমজমাট ও সুন্দর হয়ে ওঠে সদরঘাট।এসময় শুধু প্রাকৃতিক পরিবেশ ফটো তুলতেই নয়, পিকনিক করতেও ভিড় জমান বর্ধমান শহর সহ আশেপাশের এলাকার মানুষজন।এক পর্যটক জানান, বর্ধমানের সব থেকে জনপ্রিয় জায়গা এই সদরঘাট,এত বড় খোলা জায়গা যেখানে বাচ্চারা নিজের মত করে খেলতে পায়,দামোদর নদের ভিউ সহ নৌক চেপে দামোদর ঘোরা।শীত পরেছে মানেই আমাদের পিকনিক আর এর থেকে ভালো জায়গা কোথাও নেই।

advertisement

আরও পড়ুন: ছানাবড়া, গরদের পর এবার সিল্ক! মুর্শিদাবাদের জন্য সংসদে সরব ইউসুফ পাঠান

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বালির চর, খোলা আকাশ আর দামোদরের চর , বিনা পয়সার পিকনিক স্পটে ভিড় জমছে বর্ধমানের সদরঘাটে
আরও দেখুন

প্রাকৃতিক সৌন্দর্য আর তার সঙ্গে বিনামূল্যে নিরিবিলি সময় কাটানোর এমন সুযোগ শহরের কোলাহলে আর কোথাও পাবেন না। তাহলে আর দেরি কেন? এই শীতের মরসুমে চলে আসুন বর্ধমান শহর লাগোয়া দামোদর নদের তীরে, সদরঘাটে। আপনার শীতের পিকনিকের ও ফটোশুটের ঠিকানা হোক বর্ধমানের সদরঘাট।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News:বালির চর, খোলা আকাশ আর দামোদরের চর , বিনা পয়সার পিকনিক স্পটে ভিড় জমছে বর্ধমানের সদরঘাটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল