অভিষেকের এই দাবির পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এ দিন সকালে শুনানির নোটিস দিতে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছয় কমিশনের প্রতিনিধিরা৷ যদিও এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন৷
অমর্ত্য সেনের হয়ে তাঁর বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার এবং অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন নোটিস গ্রহণ করেন৷ নির্বাচন কমিশনের নোটিসে জানানো হয়েছে, অমর্ত্য সেনের সঙ্গে তাঁর মায়ের বয়সের পার্থক্য ১৫ বছরের কম৷ যা প্রত্যাশিত নয়৷ সেই কারণেই আগামী ১৬ জানুয়ারি তাঁকে শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে৷ অমর্ত্য সেন যেহেতু বিদেশে রয়েছেন, তিনি ভার্চুয়ালি এই শুনানিতে হাজিরা দিতে পারবেন৷
advertisement
যদিও কমিশনের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার৷ তাঁর পাল্টা দাবি, বলছে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য ১৫ বছরের কম৷ অমর্ত্য সেনের মায়ের জন্ম হয় ১৯১৪ সালের ১৯ মে৷ অমর্ত্য সেনের জন্মের সময় তাঁর মায়ের বয়স ছিল ১৯ বছর ৬ মাস৷ ১৯৩২ সালে অমর্ত্য সেনের মায়ের বিয়ে হয়৷ কমিশন ভুল করে ১৯১৪ সালের বদলে অমর্ত্য সেনের মায়ের জন্মসালকে ১৯১৮ সাল করে দিয়েছে৷ ওরা লিখতে ভুল করেছে, তার জেরে বিশ্ববন্দিত এত বড় মাপের একজন মানুষকে নোটিস পাঠিয়ে দিল৷ আমরা এই ভুলের কথা কমিশনকে জানাব৷
