TRENDING:

Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস

Last Updated:

অমর্ত্য সেন এই মুহূর্তে বিদেশে রয়েছেন৷ আগামী ১৬ জানুয়ারি তাঁকে শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে৷

advertisement
ইন্দ্রজিৎ রুজ, বোলপুর: গতকাল রামপুরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দাবি করেছিলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর-এর শুনানিতে ডাকা হয়েছে৷ এই অভিযোগ করে কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন অভিষেক৷ তৃণমূল শীর্ষ নেতার এই দাবিতে শোরগোল পড়ে যায়৷
অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছল কমিশনের নোটিস৷
অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছল কমিশনের নোটিস৷
advertisement

অভিষেকের এই দাবির পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এ দিন সকালে শুনানির নোটিস দিতে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছয় কমিশনের প্রতিনিধিরা৷ যদিও এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন৷

অমর্ত্য সেনের হয়ে তাঁর বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার এবং অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন নোটিস গ্রহণ করেন৷ নির্বাচন কমিশনের নোটিসে জানানো হয়েছে, অমর্ত্য সেনের সঙ্গে তাঁর মায়ের বয়সের পার্থক্য ১৫ বছরের কম৷ যা প্রত্যাশিত নয়৷ সেই কারণেই আগামী ১৬ জানুয়ারি তাঁকে শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে৷ অমর্ত্য সেন যেহেতু বিদেশে রয়েছেন, তিনি ভার্চুয়ালি এই শুনানিতে হাজিরা দিতে পারবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষমেশ স্কুলে চুরি! কনকনে শীতের রাতে তমলুকের ২টি স্বনামধন্য বিদ্যালয়ে নিশি কুটুম্বের হানা
আরও দেখুন

যদিও কমিশনের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার৷ তাঁর পাল্টা দাবি, বলছে অমর্ত্য সেনের মায়ের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য ১৫ বছরের কম৷ অমর্ত্য সেনের মায়ের জন্ম হয় ১৯১৪ সালের ১৯ মে৷ অমর্ত্য সেনের জন্মের সময় তাঁর মায়ের বয়স ছিল ১৯ বছর ৬ মাস৷ ১৯৩২ সালে অমর্ত্য সেনের মায়ের বিয়ে হয়৷ কমিশন ভুল করে ১৯১৪ সালের বদলে অমর্ত্য সেনের মায়ের জন্মসালকে ১৯১৮ সাল করে দিয়েছে৷ ওরা লিখতে ভুল করেছে, তার জেরে বিশ্ববন্দিত এত বড় মাপের একজন মানুষকে নোটিস পাঠিয়ে দিল৷ আমরা এই ভুলের কথা কমিশনকে জানাব৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল