TRENDING:

Eggs of Snake : গোখরোর ডিম একসঙ্গে ১৭ টি! তা’ দেওয়ার সঙ্গে চলছে নবজাতকদের খাবার হিসেবে পিঁপড়ে সংগ্রহ

Last Updated:

Eggs of Snake : দিন কয়েক আগে বর্ধমান শহরের সরাইটিকর এলাকার একটি ঘর থেকে উদ্ধার হয় পাঁচ-ছয় মিটার লম্বা জাত গোখরোটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রমনাবাগান : বিষধরের বংশবৃদ্ধিতে তৎপর বন দফতর। অবাক হচ্ছেন? তা হওয়ারই কথা। সাপের নাম শুনলেই অনেকের গা হাত পা ঠান্ডা হয়ে যায়। সেই বিষধরের নাম যদি হয় গোখরো তবে তো কথাই নেই। সেই গোখরোর ডিম সফলভাবে ফোটাতে এখন দিন রাত এক করছেন বন দফতরের আধিকারিকরা।
এক সঙ্গে সতেরোটি ডিম পেড়েছে বর্ধমানের রমনাবাগান মিনি জু’ তে থাকা একটি গোখরো
এক সঙ্গে সতেরোটি ডিম পেড়েছে বর্ধমানের রমনাবাগান মিনি জু’ তে থাকা একটি গোখরো
advertisement

দু পাঁচটা নয়, এক সঙ্গে সতেরোটি ডিম পেড়েছে বর্ধমানের রমনাবাগান মিনি জু’ তে থাকা একটি গোখরো। বর্ধমান বন দফতরে এখন সেই ডিমে তা’ দিয়ে বাচ্ছা ফোটানোর তৎপরতা তুঙ্গে।

একটি বাক্সে ছিল সেই গোখরো। এক সঙ্গে সে অনেক ডিম পেড়েছে বলে ধরা পড়ে বনকর্মীদের নজরদারিতে। এরপরই ওই ১৭টি ডিম ফুটিয়ে গোখরোর বাচ্চা জন্ম দেবার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। এই কাজ সফল করতে কোনও খামতি রাখতে নারাজ বন দফতর।

advertisement

আরও পড়ুন : কবির স্মৃতিবিজড়িত মংপু ও গৌরীপুরে সশ্রদ্ধায় পালিত রবীন্দ্রজয়ন্তী

দিন কয়েক আগে বর্ধমান শহরের সরাইটিকর এলাকার একটি ঘর থেকে উদ্ধার হয় পাঁচ-ছয় মিটার লম্বা জাত গোখরোটি। পরে তাকে রমনাবাগানে নিয়ে আসা হয়। মাঝে মাঝেই তার ফোঁস ফোঁসানিতে শুনতে হচ্ছে কর্মীদের।

যে বাক্সে ধরে রাখা হয়েছিল এই সাপটিকে সেই বাক্সেই ১৭টি ডিম পাড়ে গোখরোটি। সেই দেখে অনেক ভেবে চিন্তে বন দফতরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ওই ডিম ফুটিয়ে বাচ্চা জন্ম দেওয়া হবে। সেই মতই প্রস্তুতি চলছে জোর কদমে।

advertisement

আরও পড়ুন :বারাণসীর মতো গঙ্গারতি রোজ এ বার দেখা যাবে রাজ্যের এই জেলাতেও

বন দফতরের এক আধিকারিকের কথায়, ডিম গুলিকে দুটি পৃথক বাক্সে রাখা হয়েছে। ডিম ফোটানোর জন্য বিশেষ পদ্ধতি নেওয়া হচ্ছে। যাতে বাক্সের মধ্যে তাপমাত্রা ঠিক থাকে সেই মতো ব্যবস্থা করা হচ্ছে। এমনভাবে পর্যবেক্ষণের মধ্যে রাখলে ২৫ থেকে ২৬দিন পর বাচ্চা বেরিয়ে আসবে। সেগুলিকেও আলাদাভাবে যত্ন নিতে হবে। প্রথমদিকে পিঁপড়ে খাওয়ানো হবে। পরে মাংস দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন : এ বার কি গ্যাস ছেড়ে উনুনই ধরাতে হবে? রান্নার গ্য়াসের আকাশছোঁয়া দামে উদ্বিগ্ন গৃহিণীরা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মায়ের অবস্থা কেমন? বনকর্মীদের কথায়, ডিম দেওয়ার পরে অনেকটাই শান্ত হয়ে যায় সে। তবে ডিমগুলির থেকে তাকে আলাদা করতে বেশ বেগ পেতে হয়েছে। ফণা তুলেছে। ফোঁসফোঁস করছিল। ডিমগুলি ছেড়ে যেতে চাইছিল না। ঝুঁকি নিয়ে তাকে সরানো হয়েছে। খুব সাবধানতার সঙ্গে কাজ করতে হয়েছে, একটু এদিক ওদিক হলেই ছোবলে সব শেষ হয়ে যেত!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Eggs of Snake : গোখরোর ডিম একসঙ্গে ১৭ টি! তা’ দেওয়ার সঙ্গে চলছে নবজাতকদের খাবার হিসেবে পিঁপড়ে সংগ্রহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল