Cooking Gas Price: এ বার কি গ্যাস ছেড়ে উনুনই ধরাতে হবে? রান্নার গ্য়াসের আকাশছোঁয়া দামে উদ্বিগ্ন গৃহিণীরা

Last Updated:

Cooking Gas Price: ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দামে মাথায় হাত পড়েছে আমজনতার। তবে কি এ বার গ্যাস ছেড়ে উনুনই ধরতে হবে? এই প্রশ্নই ভাবাচ্ছে গৃহিণীদের।

গ্যাস ছেড়ে উনুনই ধরতে হবে? এই প্রশ্নই ভাবাচ্ছে গৃহিণীদের
গ্যাস ছেড়ে উনুনই ধরতে হবে? এই প্রশ্নই ভাবাচ্ছে গৃহিণীদের
বর্ধমান : একলাফে ৫০ টাকা দাম বেড়ে হাজারের গণ্ডি ছাড়াল রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তের হেঁশেলে আগুন। বর্তমান দুর্মূল্যের বাজারে সংসার খরচ চালাতে হিমশিম অবস্থা। তার উপর দিন দিন ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দামে মাথায় হাত পড়েছে আমজনতার। তবে কি এ বার গ্যাস ছেড়ে উনুনই ধরতে হবে? এই প্রশ্নই ভাবাচ্ছে গৃহিণীদের।
করোনার প্রভাবে দীর্ঘ লকডাউনে চরম প্রভাব পড়েছে আমজনতার রুজি রোজগারে। আর্থিক খরা কাটিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে আমজনতার। সংসার চালাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কেনাকাটা করতেই হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। তার উপর লাগামহীন ভাবে বেড়েই চলেছে রান্নার গ্যাসের মূল্য।
আরও পড়ুন : জন্মদাত্রীর পা ধুয়ে পায়েস খাইয়ে দিল পড়ুয়ারা, মাতৃ দিবসের আগে উদ্যোগ স্কুলে
একলাফে ৫০ টাকা দাম বেড়ে হাজারের গণ্ডি ছাড়াল রান্নার গ্যাসের দাম। মধ্যবিত্তের হেঁশেলে আগুন। প্রতি মাসে সংসার চালাতে নাজেহাল গৃহিণীরা। সঞ্চয় তো দূরের কথা, সংসার চালানোই দুষ্কর হয়ে উঠছে গৃহিণীদের কাছে। রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে এবার উনুন ধরতে হবে কি না, সেটাই ভাবাচ্ছে গৃহস্থবাড়ির গৃহিণীদের।
advertisement
advertisement
আরও পড়ুন : শত সাবধানতাতেও তাপপ্রবাহে রক্ষে নেই! মৃত্যু হতে পারে ‘ওয়েট বাল্ব টেম্পারেচার’-এ!
এক গৃহবধূ নিবেদিতা দেব বলেন, ‘‘সংসার খরচ চালিয়ে আগে কিছু টাকা সঞ্চয় করতে পারতাম। এখন আর সেই উপায় নেই। সংসার চালানোর খরচ দিন দিন দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এক গৃহবধূ স্বাগতা বিশ্বাস বলেন,  ‘‘আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে এখন সংসার চালানো দুষ্কর ব্যাপার হয়ে উঠছে। গ্যাস ছাড়া রান্না করার কথা ভাবাই যায় না। তবে দিন দিন যে ভাবে গ্যাসের দাম বাড়ছে তাতে গ্যাস ছেড়ে আবার সেই আগের মতো উনুনের রান্না করতে হবে বলে মনে হচ্ছে।’’ এ বার সরকারের পক্ষ থেকে রান্নার গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর আর্জি মধ্যবিত্ত গৃহস্থের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cooking Gas Price: এ বার কি গ্যাস ছেড়ে উনুনই ধরাতে হবে? রান্নার গ্য়াসের আকাশছোঁয়া দামে উদ্বিগ্ন গৃহিণীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement