TRENDING:

East Midnapore News: তেল তেল করছেন সকলে! হলদিয়ার রাস্তায় বিরাট হুড়োহুড়ি, কারণ? একটি দুর্ঘটনা

Last Updated:

East Midnapore News: উল্টে যাওয়া ট্রাক থেকে ভোজ্যতেল সংগ্রহের জন্য জার বা পাত্র নিয়ে এসে তেল সংগ্রহ করতে শুরু করেন তাঁরা। ঘটনাস্থলে প্রচুর ভিড় হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া: গভীর রাতে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে দুর্ঘটনা। ভোজ্যতেল বোঝাই ট্রাক উল্টে জখম হয়েছেন দু'জন। উল্টে পড়া ট্রাকের তেল কুড়োতে শুক্রবার সকাল থেকে হুড়োহুড়ি পড়েছে স্থানীয় মানুষদের। ১১৬ নং জাতীয় সড়কের ঘটনা। ট্রাক উল্টে যাওয়ার কারণে বেশ কিছু সময় ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ পৌঁছয়। পুলিশের তৎপরতায় ট্রাকটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে জাতীয় সড়কে।
উল্টে পড়া ট্রাকের তেল কুড়োতে শুক্রবার সকাল থেকে হুড়োহুড়ি পড়েছে স্থানীয় মানুষদের
উল্টে পড়া ট্রাকের তেল কুড়োতে শুক্রবার সকাল থেকে হুড়োহুড়ি পড়েছে স্থানীয় মানুষদের
advertisement

জানা গিয়েছে, ভোজ্যতেল বোঝাই ট্রাকটি হলদিয়া যাওয়ার পথে হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের নন্দকুমারের ফতেপুরের কাছে উল্টে যায়। ঘটনায় আহত হন গাড়ির চালক ও খালাসি। স্থানীয়দের চেষ্টায় তাঁদের উদ্ধার করে নন্দকুমারের খেজুরবেড়িয়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ট্রাক উল্টে রাস্তায় ভাসছে ভোজ্যতেল।

advertisement

আরও পড়ুন: ৩ দিনে ২ কোটি টাকার রেকর্ড মদ বিক্রি! দোলের ছুটিতে জমজমাট ব্যবসা

গভীর রাতে ভোজ্যতেল বোঝাই ওই ট্রাকটি দ্রুতগতির সঙ্গে জাতীয় সড়ক ধরে হলদিয়ার অভিমুখে যাচ্ছিল। যাওয়ার সময় নন্দকুমার থানা এলাকার ফতেপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক থেকে ভোজ্যতেল রাস্তার উপর ছড়িয়ে পড়ে। সকালের আলো ফুটে উঠতেই এলাকার মানুষ খবর পেয়ে তেল কুড়োতে শুরু করেন সেখানে গিয়ে। দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে উদ্ধার করার কাজ চলছে।

advertisement

আরও পড়ুন: প্রতিবেশী রংমিস্ত্রি 'কাকু'র লালসার শিকার নাবালিকা, কেন মা-কে জানায়নি? কারণ শুনলে চমকে যাবেন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাতে হলদিয়ার দিকে যাচ্ছিল ভোজ্যতেল বোঝাই ট্রাকটি। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি কোনওভাবে উল্টে যায়। স্থানীয় কিছু লোকজন ট্রাক উল্টে যাওয়ার বিষয়টি লক্ষ্য করেন। ঘটনাস্থলে দেখা যায় চালক ও খালাসি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের প্রচেষ্টায় দু'জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। অন্যদিকে, রাতের অন্ধকারে সেভাবে বোঝা না গেলেও সাত সকালে ঘটনাস্থলে হাজির হন প্রচুর এলাকাবাসী। উল্টে যাওয়া ট্রাক থেকে ভোজ্যতেল সংগ্রহের জন্য জার বা পাত্র নিয়ে এসে তেল সংগ্রহ করতে শুরু করেন তাঁরা। ঘটনাস্থলে প্রচুর ভিড় জমে যায়। তৈরি হয় বিশৃঙ্খলা। নন্দকুমার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সুজিত ভৌমিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Midnapore News: তেল তেল করছেন সকলে! হলদিয়ার রাস্তায় বিরাট হুড়োহুড়ি, কারণ? একটি দুর্ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল