বর্তমান সময়ে বছরভর কোনও না কোনও পুজো, অনুষ্ঠান লেগে থাকে। এই উৎসবের আবহে শব্দদানবের দাপাদাপির জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ-পরিবেশ। এই আবহে সমাজকে সুস্থ রাখার প্রয়াস জারি রাখল তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং। মূলত তাঁদের উদ্যোগেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে শব্দদানব রুখতে পদযাত্রা হয়।
আরও পড়ুনঃ রাস্তায় বেরোলেই আক্রমণ, তেড়ে এসে কামড়ে দিচ্ছে ‘সে’! মহিষাদলে নয়া আতঙ্ক, ভয়ে কাঁটা এলাকাবাসী
advertisement
তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং-এর পক্ষ থেকে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত থিম মেকার গৌরাঙ্গ কুইল্যা জানান, শব্দ বিভিন্ন ধরনের হয়। মায়ের কোলে ঘুমনোর সময় মায়ের মুখের গানও শব্দ। সেই শব্দ মিষ্টি-মধুর। কিন্তু বর্তমান সময়ে আমাদের কানে যে শব্দ আসে, তা সাধারণ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। এই শব্দেরই প্রতিবাদ করছি।
উৎসব মানেই শব্দ, সুরে সুরেই হয় উৎসবের আনন্দ। কিন্তু তারস্বরে বিকৃত শব্দ নয়, চাই শ্রুতিমধুর শব্দ। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, ভগবানপুর, ময়না সহ বিভিন্ন এলাকায় পুজো বা অনুষ্ঠানে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো ডিজে বক্সের কম্পিটিশন হয়।
দু’দিন পরেই কালীপুজো। এরপর জগদ্ধাত্রী পুজোর পালা। তার আগে বিভিন্ন ক্লাব বা কমিটির সামনে এই বক্স কম্পিটিশনের ক্ষতিকারক দিক তুলে ধরতেই এই পদযাত্রা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দৃশ্য দূষণ, জল দূষণ, বায়ুদূষণের পাশাপাশি যে হারে শব্দদূষণ হচ্ছে তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। এই শব্দদূষণের প্রভাব সবচেয়ে বেশি গ্রাম্য এলাকায়। সেখানকার মানুষদের সচেতন হতে হবে। মানুষ সচেতন হলেই সমাজ সুন্দর হয়ে ওঠে। শব্দদূষণ প্রতিরোধে আগামীদিনে সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং সংস্থার সদস্যরা।