TRENDING:

প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শব্দদানবের দাপাদাপি! আলোর উৎসবের আগে জেলায় বিরাট আয়োজন, মেদিনীপুরে কী হল দেখুন

Last Updated:

East Medinipur News: উৎসব মানেই শব্দ, সুরে সুরেই হয় উৎসবের আনন্দ। কিন্তু তারস্বরে বিকৃত শব্দ নয়, চাই শ্রুতিমধুর শব্দ। শব্দদানবের দাপাদাপি রুখতে জেলায় বিশেষ কর্মসূচির আয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শীঃ ‘শব্দদানব আর নয়, শান্তি ফিরুক বিশ্বময়’। শব্দদানবের দাপাদাপি রুখতে জেলায় একটি বিশেষ কর্মসূচির আয়োজন। কথায় আছে, বাঙালির বারোমাসে তেরো পার্বণ। আর উৎসব মানেই এখন জেলাজুড়ে শব্দদানবের দাপট। প্রশাসনকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় শব্দদানবের উৎপাত শুরু হয়েছে। ডিজের দাপটে শব্দদূষণ রোধের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে একটি কর্মসূচির আয়োজন করা হয়। উৎসব মুখর দিনগুলিতে শব্দদানবের দাপাদাপি প্রতিরোধের লক্ষ্যে এই পদক্ষেপ।
advertisement

বর্তমান সময়ে বছরভর কোনও না কোনও পুজো, অনুষ্ঠান লেগে থাকে। এই উৎসবের আবহে শব্দদানবের দাপাদাপির জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ-পরিবেশ। এই আবহে সমাজকে সুস্থ রাখার প্রয়াস জারি রাখল তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং। মূলত তাঁদের উদ্যোগেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে শব্দদানব রুখতে পদযাত্রা হয়।

আরও পড়ুনঃ রাস্তায় বেরোলেই আক্রমণ, তেড়ে এসে কামড়ে দিচ্ছে ‘সে’! মহিষাদলে নয়া আতঙ্ক, ভয়ে কাঁটা এলাকাবাসী

advertisement

তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং-এর পক্ষ থেকে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত থিম মেকার গৌরাঙ্গ কুইল্যা জানান, শব্দ বিভিন্ন ধরনের হয়। মায়ের কোলে ঘুমনোর সময় মায়ের মুখের গানও শব্দ। সেই শব্দ মিষ্টি-মধুর। কিন্তু বর্তমান সময়ে আমাদের কানে যে শব্দ আসে, তা সাধারণ মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। এই শব্দেরই প্রতিবাদ করছি।

View More

উৎসব মানেই শব্দ, সুরে সুরেই হয় উৎসবের আনন্দ। কিন্তু তারস্বরে বিকৃত শব্দ নয়, চাই শ্রুতিমধুর শব্দ। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, ভগবানপুর, ময়না সহ বিভিন্ন এলাকায় পুজো বা অনুষ্ঠানে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো ডিজে বক্সের কম্পিটিশন হয়।

advertisement

দু’দিন পরেই কালীপুজো। এরপর জগদ্ধাত্রী পুজোর পালা। তার আগে বিভিন্ন ক্লাব বা কমিটির সামনে এই বক্স কম্পিটিশনের ক্ষতিকারক দিক তুলে ধরতেই এই পদযাত্রা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
একদিকে সোশ্যাল মিডিয়া, অন্যদিকে সহজপাঠ! পুজো মণ্ডপে ডিজিটাল বনাম ঐতিহ্যের মুখোমুখি লড়াই
আরও দেখুন

দৃশ্য দূষণ, জল দূষণ, বায়ুদূষণের পাশাপাশি যে হারে শব্দদূষণ হচ্ছে তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। এই শব্দদূষণের প্রভাব সবচেয়ে বেশি গ্রাম্য এলাকায়। সেখানকার মানুষদের সচেতন হতে হবে। মানুষ সচেতন হলেই সমাজ সুন্দর হয়ে ওঠে। শব্দদূষণ প্রতিরোধে আগামীদিনে সব শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তমলুক অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং সংস্থার সদস্যরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শব্দদানবের দাপাদাপি! আলোর উৎসবের আগে জেলায় বিরাট আয়োজন, মেদিনীপুরে কী হল দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল