TRENDING:

Bama Kali: জ্যান্ত বামা কালী! রঙ-তুলি দিয়ে নারী শরীরে দেবীর অবয়ব ফুটিয়ে তুললেন শিল্পী, কে সেই আর্টিস্ট? চিনে নিন

Last Updated:
Bama Kali: এর আগে এই জনপ্রিয় মেকআপ আর্টিস্ট নারী শরীরে বড়মায়ের অবয়ব ফুটিয়ে তুলেছিলেন। এই বছর শান্তিপুরের জাগ্রত বামা কালীর অবয়ব ফুটিয়ে তুললেন শিল্পী।
advertisement
1/6
জ্যান্ত বামা কালী! রঙ-তুলি দিয়ে নারী শরীরে দেবীর অবয়ব ফুটিয়ে তুললেন শিল্পী
একজন নারীর শরীরে শান্তিপুরের জনপ্রিয় ও জাগ্রত বামা কালীর অবয়ব ফুটিয়ে তুললেন স্বনামধন্য মেকআপ আর্টিস্ট মুক্তি রায়। বর্তমানে তিনি সোদপুরের বাসিন্দা হলেও তাঁর বিয়ে হয়েছিল কৃষ্ণনগরে। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
2/6
এর আগে তিনি নারী শরীরে বড়মায়ের অবয়ব ফুটিয়ে তুলেছিলেন। এই বছর শান্তিপুরের জাগ্রত বামা কালীর অবয়ব ফুটিয়ে তুললেন শিল্পী। এই বামা কালীর অবয়ব ফুটিয়ে তুলতে তাঁর বেশ কয়েক ঘণ্টা সময় লেগেছে।
advertisement
3/6
সম্পূর্ণ রঙ তুলি দিয়ে এক নারীর শরীরে বামা কালীর অবয়ব ফুটিয়ে তোলেন শিল্পী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড করার পরেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। ভিডিও শুট করতে শিল্পীকে সাহায্য করেছেন স্বামী দেবাশীষ বিশ্বাস।
advertisement
4/6
তিনি নিজেও একজন ফটোগ্রাফার এবং ভিডিও এডিটর। শিল্পী মুক্তি রায় জানান, বামা কালীকে ফুটিয়ে তোলার পর অনেকেই অসংখ্য ভালবাসা দিয়েছেন। এখন অনেকে কৃষ্ণনগরের বুড়িমার অবয়ব ফুটিয়ে তুলতে বলছেন। ভবিষ্যতে সেই চেষ্টাই করব।
advertisement
5/6
এছাড়াও তিনি বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই পুনরায় সাজিয়ে তোলার জন্য মোটা টাকা অফার করছেন। তবে সবাইকে আমার অনুরোধ, প্রতি বছর একবারই আমি এই শিল্পের কাজ করে থাকি এবং অর্থের লোভ দিয়ে আমাকে সেই কাজ করানো যাবে না। এটি নেহাত ভালবাসা ও মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তির জন্যই করে থাকা।
advertisement
6/6
এই শিল্পকলা সামাজিক মাধ্যমে দেওয়ার পর থেকেই, শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ সকলে। তাঁর এই শিল্পকলা দেখে শান্তিপুরের বামা কালী কর্তৃপক্ষ খুবই খুশি। এই বছর কালীপুজোয় শান্তিপুরের জনপ্রিয় বামা কালীর পুজো এবং নিরঞ্জন দেখার ইচ্ছে রয়েছে তাঁর। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bama Kali: জ্যান্ত বামা কালী! রঙ-তুলি দিয়ে নারী শরীরে দেবীর অবয়ব ফুটিয়ে তুললেন শিল্পী, কে সেই আর্টিস্ট? চিনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল