Tamluk Doctor Death Update: কেন হাতে চ্যানেল করতে হয় তমলুকের তরুণী চিকিৎসকের, মৃত্যু রহস্যে কাটল জট?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
তমলুকের একটি ভাড়া বাড়িতে নিজের মায়ের সঙ্গে থাকতেন ওই মহিলা চিকিৎসক৷ শুক্রবার তমলুকের ভাড়া বাড়িতে স্নান সারার পর আচমকাই পড়ে যান শালিনী৷
তমলুকে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে এখনও কাটল না জট৷ বরং পুলিশি তদন্তে যে তথ্যগুলি উঠে এসেছে, তাতে ধোঁয়াশা আরও বেড়েছে৷ তবে মৃত চিকিৎসকের সঙ্গে অপারেশন থিয়েটারে থাকা এক চিকিৎসকের দাবি, শুক্রবার গ্যাসের সমস্যা হওয়ার কারণে তমলুকের নার্সিংহোমেই হাতে চ্যানেল করে ইঞ্জেকশন নিয়েছিলেন শালিনী দাস নামে ওই তরুণী চিকিৎসক৷
গতকাল তমলুকের ভাড়া বাড়িতে মৃত্যু হয় শালিনী দাস নামে ৩১ বছর বয়সি ওই চিকিৎসকের৷ তিনি গত তিন মাস কাঁথি সাব ডিভিশন হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন৷ তার আগে তমলুক হাসপাতালেও দু বছর কাজ করেছেন তিনি৷ এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমে রোগীদের অ্যানেস্থেশিয়া করাতেন তিনি৷
তমলুকের একটি ভাড়া বাড়িতে নিজের মায়ের সঙ্গে থাকতেন ওই মহিলা চিকিৎসক৷ শুক্রবার তমলুকের ভাড়া বাড়িতে স্নান সারার পর আচমকাই পড়ে যান শালিনী৷ তখন তাঁর মা লক্ষ্য করেন, মেয়ের ডান হাতে একটি স্যালাই দেওয়ার চ্যানেল করা রয়েছে৷ সেখান থেকেই রক্তক্ষরণ হচ্ছে৷ প্রথমে একটি বেসরকারি হাসপাতাল, তার পর তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই চিকিৎসককে৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷
advertisement
advertisement
তদন্তে পুলিশ জানতে পেরেছে, গতকাল সকাল সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে প্রথমে মহিষাদলের একটি নার্সিংহোমে যান শালিনী৷ এর পর সকাল ৯.৪৫ মিনিট নাগাদ তমলুকের আরও একটি বেসরকারি নার্সিং হোমে যান তিনি৷ সেখানেও এক মহিলা রোগীকে অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেশিয়া করান শালিনী৷ অপারেশন থিয়েটারে শালিনী দাসের সঙ্গেই উপস্থিত ছিলেন মধুসূদন সাহু নামে একজন চিকিৎসক৷ তিনি জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় শালিনী জানান তাঁর গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা হচ্ছে৷ ওষুধ খেয়েও তা কমেনি৷ তখন ওই চিকিৎসক তাঁকে হাতে চ্যানেল করে ইঞ্জেকশনের মাধ্যমে অন্য একটি ওষুধ নেওয়ার পরামর্শ দেন৷ এর পরই ওই নার্সিংহোমেই শালিনী দাস নামে ওই চিকিৎসকের হাতে চ্যানেল করে ইঞ্জেকশন দেন নার্স৷
advertisement
শালিনী দাসের সঙ্গে থাকা ওই চিকিৎসক আরও জানিয়েছেন, অপারেশন থিয়েটারে থাকার সময়ই বেশ কয়েকবার শালিনীকে তাঁর মা ফোন করেছিলেন৷ তাঁর মা কোনও একটি জায়গায় যেতে চাইছিলেন, কিন্তু আপত্তি করেন শালিনী৷ বাড়িতে থাকা পরিচারিকাকেও একই নির্দেশ দেন তিনি৷
তমলুকের ওই নার্সিং হোম থেকে টোটোয় চড়ে বেলা পৌনে বারোটা নাগাদ বাড়ি ফিরে আসেন শালিনী দাস৷ এর পর স্নানে যান তিনি৷ স্নান সেরে বেরনোর পরই বাড়ির চাতালে পড়ে যান ওই তরুণী চিকিৎসক৷ তখনই তাঁর মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন৷
advertisement
প্রাথমিক ভাবে পুলিশ এবং শালিনীর সতীর্থ চিকিৎসকরা মনে করছেন, সম্ভবত স্নান করার সময়ই ডান হাতের চ্যানেল খুলে গিয়ে রক্তপাত শুরু হয়৷ আচমকা এই রক্তপাত দেখেই হয়তো ঘাবড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শালিনী৷ আবার গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যার বাড়াবাড়ি হওয়ার কারণেও ওই চিকিৎসকের মৃত্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ ঠিক কী কারণে ওই তরুণী চিকিৎসকের এ ভাবে মৃত্যু হল, তা জানতে আপাতত ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2025 3:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tamluk Doctor Death Update: কেন হাতে চ্যানেল করতে হয় তমলুকের তরুণী চিকিৎসকের, মৃত্যু রহস্যে কাটল জট?