Monkey Attack: রাস্তায় বেরোলেই আক্রমণ, তেড়ে এসে কামড়ে দিচ্ছে 'সে'! মহিষাদলে নয়া আতঙ্ক, ভয়ে কাঁটা এলাকাবাসী
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Monkey Attack: নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ জনেরও বেশি। ওই হিংস্র জন্তুর দাপটে দৈনন্দিন কাজে বড়রা সহ পড়াশোনা বা খেলাধূলার জন্য ছোটরা বাড়ির বাইরে পা রাখতে পারছেন না।
মহিষাদল, সৈকত শীঃ মহিষাদলে আতঙ্কের পরিবেশ! বাড়ি থেকে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন এলাকাবাসীরা। দলছুট হিংস্রের কামড়ে আক্রান্ত প্রায় ১০ জনেরও বেশি। ফলে দৈনন্দিন কাজে বড়রা সহ পড়াশোনা বা খেলাধূলার জন্য ছোটরা বাড়ির বাইরে পা রাখতে পারছেন না। ওই হিংস্র হনুমানকে বাগে আনতে তৎপর হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ। কিন্তু এখনও পর্যন্ত বন দফতরের পাতা ফাঁদে পা দেয়নি সে। ফলে এলাকায় আতঙ্ক বাড়ছে।
দলছুট এক হিংস্র হনুমানের কামড়ে আক্রান্ত গ্রামবাসী। শেষ কয়েকদিন ধরে এই পূর্ণবয়স্ক হনুমানের দাপটে একপ্রকার রাতের ঘুম উড়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের মধ্যাহিংলী গ্রামের বাসিন্দাদের। গ্রামবাসীরা জানান, এলাকায় বেশ কয়েক মাস ধরে হনুমানের দাপট ক্রমশ বাড়ছে। দলছুট হিংস্র হনুমানের কামড় খেয়েছেন বহু মানুষ। সেপ্টেম্বর মাসের শেষ দিকে এরকমই একটি দলছুট হিংস্র এক হনুমানকে খাঁচাবন্দি করে নিয়ে যান বন দফতরের কর্মীরা। এরপর মহিষাদলের মধ্য হিংলির গ্রামবাসীদের মনে স্বস্তি ফিরেছিল। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবারও হনুমান আতঙ্ক ফিরে এসেছে।
advertisement
আরও পড়ুনঃ ভারতের গর্ব দিঘার মেয়ে! আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় সোনা জয় ছোট্ট সমাপ্তির, ‘সোনার মেয়ে’কে চিনে নিন
ফের এক দলছুট হিংস্র হনুমানের দাপটে নতুন করে আক্রান্ত ১০ জনেরও বেশি। এই বিষয়ে জেলা পরিষদের সদস্যা সীমা মাইতি জানান, “এলাকায় হনুমানের উপদ্রবে অতিষ্ঠ মানুষ। যাকে-তাঁকে কামড়াচ্ছে। পরপর এই ঘটনা চলতেই থাকছে। এর আগেও বন দফতরের কর্মীরা একটি হিংস্র হনুমান খাঁচাবন্দি করে নিয়ে গিয়েছিল। আবারও নতুন করে হনুমানের দাপট শুরু হয়েছে। সাধারণ মানুষকে কামড়াচ্ছে।”
advertisement
advertisement
হলদিয়ার রেঞ্জ অফিসার অতুল প্রসাদ দে বলেন, “খবর পেয়েই ওই এলাকায় বন দফতরের কর্মীরা পৌঁছে গিয়েছে। আমরা হনুমানটিকে বাগে আনতে ফাঁদ পেতেছি। প্রজনন ঋতুতে হনুমানের এই আক্রমণাত্মক হওয়া অস্বাভাবিক নয়। দল থেকে বিচ্ছিন্ন এবং অন্য পুরুষ হনুমানের অত্যাচারেই এমন করছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শেষ কয়েকদিন হনুমানের দাপটে গুরুতর আহত হয়েছেন ১০ জন। তাঁদের বেশ কয়েকজনের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। এক আহতকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সব মিলিয়ে নতুন করে হনুমানের আতঙ্কে কার্যত গৃহবন্দি মহিষাদলের ওই এলাকার মানুষজনেরা। বন দফতরের কর্মীরা হনুমানকে বাগে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই হিংস্র হনুমান বন দফতরের হাতে ধরা পড়লে হাঁফ ছেড়ে বাঁচবেন এলাকার মানুষজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 17, 2025 2:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Monkey Attack: রাস্তায় বেরোলেই আক্রমণ, তেড়ে এসে কামড়ে দিচ্ছে 'সে'! মহিষাদলে নয়া আতঙ্ক, ভয়ে কাঁটা এলাকাবাসী