TRENDING:

East Medinipur News: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় হ্যাঙ্গুং খেলার সূচনা ভারতে! আগামী অলিম্পিকের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া শুরু, চলছে খেলোয়াড় বাছাই

Last Updated:

East Medinipur News: দিঘা থেকে শুরু হল সারা ভারতবর্ষে হ্যাঙ্গুং খেলার যাত্রা। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই খেলা প্রথমবারের মতো ভারতে সংগঠিতভাবে পথচলা শুরু করল। লক্ষ্য আগামী অলিম্পিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: সমুদ্র তীরবর্তী সৈকত শহর দিঘা থেকে শুরু হল সারা ভারতবর্ষে হ্যাঙ্গুং খেলার যাত্রা। বিশ্বের জনপ্রিয় এই খেলা প্রথমবারের মতো ভারতে সংগঠিতভাবে প্রচলনের পথে হাঁটল। হ্যাঙ্গুং মূলত দক্ষিণ কোরিয়ার খেলা। তবে বর্তমানে তা আন্তর্জাতিক ক্রীড়া জগতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ভারতেও ধীরে ধীরে এই খেলার প্রতি আগ্রহ বাড়ছে। আগামী অলিম্পিককে লক্ষ্য করেই ভারতীয় ছেলেমেয়েদের হ্যাঙ্গুং খেলায় প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই লক্ষ্যেই দিঘায় এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
advertisement

দিঘায় আয়োজিত এই সেমিনারে সারা ভারতবর্ষ থেকে হ্যাঙ্গুং খেলার রেফারি ও প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন। এই শিবিরে তাঁদের বাছাই করা হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল খেলাটির নিয়ম, কৌশল ও আন্তর্জাতিক মান সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া।

আরও পড়ুনঃ জঙ্গলঘেঁষা চা বাগানে লেপার্ড আতঙ্ক! ড্রোন উড়িয়ে প্যান্থারের গতিবিধিতে নজরদারি চালাচ্ছে বনদফতর

advertisement

শুধু হ্যাঙ্গুং নয়, একই সঙ্গে তাইকোয়ানডো বিষয়েও একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। আগ্রহী খেলোয়াড় ও প্রশিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সমুদ্রের ধারে এমন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শিবির দিঘার ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করে।

View More

এই সেমিনারে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানের হ্যাঙ্গুং প্রতিনিধিরা। তাঁরা সরাসরি রেফারি ও প্রশিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা ভারতীয় খেলোয়াড়দের কাছে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে।

advertisement

আরও পড়ুনঃ ভোট আসে ভোট যায়, কিন্তু ভোগান্তি যায় না! লোহাদহ ঘাটে ঝুঁকির যাত্রা, সেতুর দাবি বাসিন্দাদের

অনুষ্ঠানে বহু খুদে খেলোয়াড়ের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছোট ছোট শিশু থেকে শুরু করে তরুণ খেলোয়াড়রা হ্যাঙ্গুং খেলার প্রতি নিজেদের আগ্রহ ও দক্ষতা তুলে ধরেন। সকলের লক্ষ্য একটাই-আগামী অলিম্পিকে হ্যাঙ্গুং খেলায় ভারতের পতাকা উঁচু করা। সেই স্বপ্নকে সামনে রেখেই এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ভারতের বিভিন্ন রাজ্য থেকে খেলোয়াড়রা দিঘায় ছুটে আসেন। এই অনুষ্ঠানে হ্যাঙ্গুং-এর এশিয়া, ইউরোপ ও আমেরিকার এবং ওয়ার্ল্ড তাইকোয়ানডোর শীর্ষ কর্তারাও উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। তাঁরা ভারতীয় খেলোয়াড়দের সম্ভাবনা খতিয়ে দেখেন। সারা ভারত থেকে প্রতিনিধিদের বেছে নেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

ভবিষ্যতে তাঁদের মাধ্যমেই হ্যাঙ্গুং খেলার বিস্তার ঘটানো হবে। লক্ষ্য একটাই, আগামী অলিম্পিকের নির্বাচনে যেন দেশের স্থানীয় প্রতিভাবান ছেলেমেয়েরাই সুযোগ পান। দিঘা থেকে শুরু হওয়া এই যাত্রা যে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে, তা বলাই যায়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় হ্যাঙ্গুং খেলার সূচনা ভারতে! আগামী অলিম্পিকের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া শুরু, চলছে খেলোয়াড় বাছাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল