Murshidabad News: ভোট আসে ভোট যায়, কিন্তু ভোগান্তি যায় না! লোহাদহ ঘাটে ঝুঁকির যাত্রা, সেতুর দাবি বাসিন্দাদের
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad News: মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম পঞ্চায়েতের অধীনের লোহাদহ গ্রামে বাবলা নদীর উপর অবস্থিত লোহাদহ ঘাট। আর সেই ঘাটে ঝুঁকির পারাপার সাধারণ মানুষের। সেতুর দাবি বাসিন্দাদের।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত আমলাই গ্রাম পঞ্চায়েতের অধীনের লোহাদহ গ্রামে বাবলা নদীর উপর অবস্থিত লোহাদহ ঘাট। আর সেই ঘাটে ঝুঁকির পারাপার সাধারণ মানুষের। আমলাই অঞ্চলের লোহাদহ, জোরগাছি, খয়রা, আমলায়-সহ আমলায় অঞ্চলের প্রায় ১০টি গ্রামের সঙ্গে রেজিনগর ব্লকের শক্তিপুর পঞ্চায়েতের অধীনে বাজারশো, শক্তিপুর-সহ শক্তিপুর অঞ্চলের প্রায় ১৫টি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম নদীর উপর দিয়ে নৌকা পারাপার।
শুধু সাধারণ মানুষ বা নিত্যযাত্রীরা নয় নৌকার উপর দিয়ে ঝুঁকির পারাপার করছে বাজারশো শক্তিপুরের দিক থেকে ভরতপুরের দিকে আসা পণ্যবাহী ট্রাক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন। এলাকাবাসী জানিয়েছেন, এপারের লোহাদহ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত বাজারশো স্টেশনে ট্রেন ধরতে যাওয়া কিংবা নিত্য প্রয়োজনে বাজারহাট করতে ওপার যেতে গেলেও তাদেরকে প্রায়ই ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করতে হচ্ছে। নৌকার জন্য দুই পাড়ের যোগাযোগের জন্য যদি একটি সংযোগকারী ব্রিজ নির্মাণ করত প্রশাসন তাহলে তারা উপকৃত হতেন।
advertisement
আরও পড়ুনঃ লুকিয়ে কাউন্সিলরের ঘরে ঢুকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নেচে রিল! ভাইরাল যুবকের কাণ্ড, দুবরাজপুর পুরসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন
তাদের কথায়, ভোট আসে ভোট যায় রাজনৈতিক নেতা-নেত্রীরা এই ব্রিজ তৈরির বারংবার প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট পার হলে সেসব প্রতিশ্রুতি অথৈ জলে চলে যায়। সব মিলিয়ে বাবলা নদীর উপর ব্রিজ না থাকার কারণে কার্যত ঝুঁকির পারাপার করতে হচ্ছে নিত্যদিন থেকে শুরু করে এলাকাবাসীদের। অনেক গ্রামবাসীর দাবি, এই ব্রিজ তৈরি হলে শুধুমাত্র ওই এলাকার মুষ্টিমেয় কিছু গ্রামের সাধারণ মানুষরা উপকৃত হবেন তা নয়। কান্দি মহকুমার সঙ্গে নদিয়া জেলার দূরত্ব অনেকটাই কমবে। দ্রুত ওই এলাকায় একটি ব্রিজ নির্মাণ করার দাবি জানাচ্ছেন এলাকার আট থেকে আশি সকলেই।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির জানান, একাধিকবার জানানো হয়েছে রাজ্যেকে। তবে এখনও ব্রিজ করতে না পারার জন্য আক্ষেপ করেন তিনি। এই ব্রিজ কি আদৌ বাস্তবে কোনদিন নির্মাণ হবে লোহাদহ ঘাট এলাকায় সেটা এখন বড় জিজ্ঞাসা চিহ্ন গ্রামবাসীদের কাছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Dec 23, 2025 1:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ভোট আসে ভোট যায়, কিন্তু ভোগান্তি যায় না! লোহাদহ ঘাটে ঝুঁকির যাত্রা, সেতুর দাবি বাসিন্দাদের








