সকাল থেকেই বৃষ্টি। ঘরবন্দি মানুষজন। হঠাৎ তমলুক শহর লাগোয়া চাপ বসানো এলাকার দেড় দু কিলোমিটার পর্যন্ত ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার কারণে বেশ কয়েকজন মানুষের অস্বস্তিও শুরু হয়। তমলুক পাশকুড়া রাজ্যে সড়কের পাশেই পি এইচ ই এর গোডাউন থেকে কুলকুল করে ধোয়া ছড়িয়ে পড়ছে চারপাশে।
আরও পড়ুন: ISRO-র বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছেন? মহাকাশ বিজ্ঞানী হতে কী কী কোর্স করা জরুরি? জানুন…
advertisement
গোডাউনের শেড থেকে ক্লোরিনের উপর জল পড়ার ফলে হঠাৎই আশেপাশে দেড় থেকে দুই কিলোমিটার এলাকা ধোঁয়ায় ভরে যায়, চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধোঁয়ার কারণে বাড়ি ছেড়ে রাস্তায় আসে মানুষজন।
আরও পড়ুন: পাকিস্তানের পুরো নাম কী? ৯০% ভারতীয়ই কিন্তু জানেন না! আপনি জানেন?
ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তমলুক থানায় ও দমকল দফতরে। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ আধিকারিক ও দমকল বাহিনী। পি এইচ ই নির্মীয়মান প্রকল্পের গোডাউনে রাখা প্রায় সাড়ে ৪০০ কেজি ওজনের ক্লোরিনে জল পড়ে ধোঁয়া বেরোতে থাকে। দমকল বাহিনী এসে তা নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে পৌঁছয় তমলুকের বিডিও সৌমেন মণ্ডল, এবং পিএইচির আধিকারিকেরা। দমকল বাহিনী প্রায় দুই ঘন্টার চেষ্টায় এলাকায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল বাহিনীর ধোঁয়া নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় হাঁফ ছেড়ে বাঁচেন সাধারণ এলাকাবাসী।
সৈকত শী





