TRENDING:

East Medinipur News: কুল কুল করে ছড়িয়ে পড়ছে ধোঁয়া! হঠাৎই ঢেকে গেল কয়েক কিলোমিটার, হলটা কী তমলুকে?

Last Updated:

East Medinipur News: সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎই এলাকা ঢেকে গেল ধোঁয়ায়। ধোয়ায় অতিষ্ঠ হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে সাধারণ মানুষজন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎই এলাকা ঢেকে গেল ধোঁয়ায়। ধোয়ায় অতিষ্ঠ হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষজন। কিন্তু কোথা থেকে এত ধোঁয়া আসছে তা বুঝে উঠতে পারছিল না কেউই। পরে অবশ্য জানা গেল এই ধোঁয়া পি এইচ এই-এর গোডাউন থেকে আসছে। আর সেই মুহূর্তে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার চাপবসান এলাকায় পি এইচ ই এর জল প্রকল্পের গোডাউনে এই ঘটনা ঘটেছে।
advertisement

সকাল থেকেই বৃষ্টি। ঘরবন্দি মানুষজন। হঠাৎ তমলুক শহর লাগোয়া চাপ বসানো এলাকার দেড় দু কিলোমিটার পর্যন্ত ধোঁয়ায় ঢেকে যায়। ধোঁয়ার কারণে বেশ কয়েকজন মানুষের অস্বস্তিও শুরু হয়। তমলুক পাশকুড়া রাজ্যে সড়কের পাশেই পি এইচ ই এর গোডাউন থেকে কুলকুল করে ধোয়া ছড়িয়ে পড়ছে চারপাশে।

আরও পড়ুন: ISRO-র বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছেন? মহাকাশ বিজ্ঞানী হতে কী কী কোর্স করা জরুরি? জানুন…

advertisement

গোডাউনের শেড থেকে ক্লোরিনের উপর জল পড়ার ফলে হঠাৎই আশেপাশে দেড় থেকে দুই কিলোমিটার এলাকা ধোঁয়ায় ভরে যায়, চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধোঁয়ার কারণে বাড়ি ছেড়ে রাস্তায় আসে মানুষজন।

View More

আরও পড়ুন: পাকিস্তানের পুরো নাম কী? ৯০% ভারতীয়ই কিন্তু জানেন না! আপনি জানেন?

ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তমলুক থানায় ও দমকল দফতরে। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ আধিকারিক ও দমকল বাহিনী। পি এইচ ই নির্মীয়মান প্রকল্পের গোডাউনে রাখা প্রায় সাড়ে ৪০০ কেজি ওজনের ক্লোরিনে জল পড়ে ধোঁয়া বেরোতে থাকে। দমকল বাহিনী এসে তা নিয়ন্ত্রণে আনে।

advertisement

ঘটনাস্থলে পৌঁছয় তমলুকের বিডিও সৌমেন মণ্ডল, এবং পিএইচির আধিকারিকেরা। দমকল বাহিনী প্রায় দুই ঘন্টার চেষ্টায় এলাকায় ধোঁয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকল বাহিনীর ধোঁয়া নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় হাঁফ ছেড়ে বাঁচেন সাধারণ এলাকাবাসী।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: কুল কুল করে ছড়িয়ে পড়ছে ধোঁয়া! হঠাৎই ঢেকে গেল কয়েক কিলোমিটার, হলটা কী তমলুকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল