ISRO-র বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছেন? মহাকাশ বিজ্ঞানী হতে কী কী কোর্স করা জরুরি? জানুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
ISRO Scientist Career: চন্দ্রযান-৩-এর সাফল্য আনন্দের শিখরে পৌঁছে দিয়েছে ভারতকে। এই সাফল্য দেশের কোটি কোটি পড়ুয়াকে আকৃষ্ট করছে মহাকাশ বিজ্ঞানের মতো বিষয়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মহাকাশ বিজ্ঞান কী? মহাকাশ বিজ্ঞান হল সেই বিজ্ঞান যা আমাদের পৃথিবীর বাইরে অন্তরীক্ষের চিন্তা করতে বাধ্য করে। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি নিয়ে চিন্তা ও গবেষণা করতে অনুপ্রাণিত করে। পুরো বিশ্ব মহাকাশে অনেক গোপনীয়তা ঢেকে রেখেছে, কিন্তু এখনও প্রতিটি গবেষণাই নতুন কিছু করে। এ ক্ষেত্রে বিপুল সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
কী কী কোর্স? দেশে মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত অনেক কোর্স রয়েছে। এগুলো UG, PG থেকে PhD পর্যন্ত। পড়াশোনা শেষ করার পর আপনি ISRO, DRDO, HAL, National Aeronautical Limited, National Space Research and Development Agency-এ চাকরি পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পদের জন্যও আবেদন করতে পারেন। এখানে স্পেস সায়েন্টিস্ট, অ্যাস্ট্রোনমার, জিওলজিস্ট, অ্যাস্ট্রোফিজিসিস্ট, রাডার টেকনিশিয়ান, রোবোটিক টেকনিশিয়ান, স্যাটেলাইট টেকনিশিয়ান ইত্যাদির পদে নিয়োগ করা হয়।
advertisement
ISRO সাহায্য করে ISRO শিক্ষার্থীদের দেরকে মহাকাশ বিজ্ঞানে আগ্রহ বজায় রাখতে অনুপ্রাণিত করে। অনেক কোর্স ISRO নিজেই চালায়। ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম স্কুলের বাচ্চাদের জন্য ইউভিকা নামে চালানো হয়। অনলাইন মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা রয়েছে। নির্বাচিত ছাত্রদের সারা দেশে ছড়িয়ে থাকা কেন্দ্রীয় সরকারি বিজ্ঞান কেন্দ্রগুলিতে আনা হয়।
advertisement
advertisement
দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট। স্পেস এরিয়া সম্পর্কিত লাইভ ক্লাসও এখানে অনুষ্ঠিত হয়, তাই ই-লার্নিং -এর ব্যবস্থাও এখানে পাওয়া যায়। ISRO অনেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে কোর্স করাচ্ছে। ISRO ছাত্র-ছাত্রীদের ইন্টার্নশিপ করারও সুযোগ দেয়।