আরও পড়ুনঃ ‘একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবেন না,’ কাকে ইঙ্গিত করলেন অভিষেক
দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল হওয়ায় শুধু সাধারণ গ্রামবাসীরাই নয় এই রাস্তা দিয়ে প্রায় ছয় থেকে সাতটি স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত করে। পাশাপাশি ওই এলাকায় মাছের ভেড়ি থাকায় মাছের গাড়ি এবং খড়ি চাষের ফলে খড়ির গাড়িও যাতায়াত করে এই রাস্তা দিয়ে। কিন্তু রাস্তার অবস্থা ভাল না হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার সম্মুখীন হয় সাধারণ সাইকেল আরোহী থেকে পথচারী এমনকী মোটরসাইকেল আরোহীরাও।
advertisement
পাঁশকুড়ার ভোগপুর ও সুকুটিয়া এলাকার সংযোগকারী দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার রাস্তার খুব বেহাল অবস্থা। এলাকাবাসীর দাবি ছিল ওই রাস্তা পিচ করা হোক। সেইমত সাড়ে তিন কিলোমিটার রাস্তা এইচ ডি এ এর আওতায় আনা হয়। কিন্তু তারপরও রাস্তার কাজ হয়নি।
এলাকাবাসীর দাবি এইচ ডি এ এর আওতায় আসার পরও এলাকার প্রধান জোরপূর্বক ওই রাস্তা পথশ্রীতে প্রকল্পের আওতায় আনে। পাশাপাশি এলাকাবাসীর আরও অভিযোগ, এই মোরাম রাস্তার ইট খুলে নিয়ে রাস্তা মেরামতের কাজ চলছে যা সম্পূর্ণ বেআইনি।
কামিনাচক, সরস্বত্মা, পূর্ব ইটারা, শুকুটিয়া, খসরবন সহ প্রায় দশটি গ্রামের মানুষের যাতা দিয়ে রাস্তা দিয়ে। এলাকাবাসীর দাবি এই রাস্তা পিচ দিয়ে করতে হবে। এই রাস্তা পিচ করার দাবিতে এদিন সকাল থেকে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। রাস্তার দাবীতে সাধারণ মানুষ বেহাল মোরাম রাস্তা কেটে বিক্ষোভ দেখায় পাশাপাশি এলাকার প্রধানের ওপর ক্ষোভ ফেটে পড়ে সাধারণ মানুষ।
Saikat Shee