TRENDING:

চাকরি খোঁজার বয়সে 'অন্ধকার জগতে' পা! একের পর এক অপকর্ম...! যুবককে গ্রেফতার করল পুলিশ

Last Updated:

চাকরি খোঁজার বদলে এই যুবক বেছে নেন অন্ধকার জগতের এক অপকর্ম!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি, মদন মাইতিঃ বয়স মাত্র ২৪। কাঁথির পদ্মপুকুরিয়ার বাসিন্দা মানস দাস। এই বয়সে তাঁর মতো অন্য যুবকরা শিক্ষাজীবন শেষ করে চাকরির পিছনে ছুটছেন, কেউ হয়তো সবে কর্মজীবনে প্রবেশ করে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন, সেই বয়সেই মানস বেছে নিয়েছেন এক ভিন্ন পথ! তবে তা কোনও সৃষ্টিশীল বা সম্মানজনক পেশা নয়, বরং অন্ধকার জগতের এক অপকর্ম- চুরি। তাঁর এই পথ বেছে নেওয়া শুনে হতবাক স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ।
যুবককে গ্রেফতার করল পুলিশ। প্রতীকী ছবি
যুবককে গ্রেফতার করল পুলিশ। প্রতীকী ছবি
advertisement

চাকরি খোঁজার বদলে এই যুবক একের পর এক সাইকেল চুরির মত অপরাধে হাত পাকাচ্ছিলেন। এবার তাঁকে এই অপকর্মের ফল ভুগতে হল। সাইকেল চুরির অভিযোগে এগরা থানার পুলিশ মানসকে গ্রেফতার করে কাঁথি আদালতে তোলে। বিচারক তাঁর অপরাধের গুরুত্ব বুঝে ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম! ছাব্বিশের ভোটের আগেই ফাঁস ‘বাংলাদেশি’র কীর্তি

advertisement

এদিকে তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ। একটি-দু’টি নয়, সরকারি সবুজ সাথী সাইকেল-সহ অসংখ্য সাইকেল চুরি করেছেন এই যুবক। কাঁথি ও এগরা থেকে তাঁর চুরি করা একাধিক সাইকেলও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তাঁর চুরির কৌশল সম্পর্কে জানায়।

View More

জানা যাচ্ছে, মানস বেশ ‘কৌশলী’ ছিলেন। বাজারে কেউ সাইকেল রেখে গেলে বা কোনও ছাত্র-ছাত্রী সাইকেল রেখে টিউশন পড়তে গেলে, এমনকি বাড়ির উঠোনে নিরাপদে রাখা সাইকেলের তালাও তিনি ভেঙে দিতেন। কেউ টের পাওয়ার আগেই চোখের পলকে গায়েব হয়ে যেত সাইকেল।

advertisement

আরও পড়ুনঃ বুলা চৌধুরীর পর নাট্যশিল্পীর বাড়িতে চুরি! টাকা-গয়না গায়েব, এলাকার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

সকালে ঘুম থেকে উঠে বাড়ির মালিক বা টিউশন ফেরত শিক্ষার্থীরা দেখতেন তাঁদের সাইকেল নেই। মানসের এই ‘কৌশলী’ চুরি বিদ্যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছিল।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মানসের এই ঘটনা বর্তমান সমাজের এক করুণ দিকও তুলে ধরে। যে বয়সে তাঁর জ্ঞান, মেধা ও শারীরিক শক্তি কোনও সৃষ্টিশীল কাজে লাগানো উচিত ছিল, সেটা সে ভুল পথে চালিত করে অপরাধীর খাতায় নাম তুলেছে। অথচ সঠিক দিশা পেলে হয়তো আজ তাঁকে পুলিশের হাতে বন্দি থাকতে হত না। মানসের এই ভুল সিদ্ধান্ত কেবল তাঁর একার জীবন নষ্ট করেনি, বরং তাঁর পরিবার ও সমাজের কাছেও এক লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। এগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে মঙ্গলবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাকরি খোঁজার বয়সে 'অন্ধকার জগতে' পা! একের পর এক অপকর্ম...! যুবককে গ্রেফতার করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল