TRENDING:

Inspiring Story: নাচই তাঁর ধ্যান-জ্ঞান, অক্সিজেন! দেখে দেখে রপ্ত করেছেন নৃত্যকলা, এগরার 'নাচের দিদিমণি' আজ সকলের নয়নের মণি

Last Updated:

East Medinipur Inspiring Story: নাচই তাঁর ধ্যান, জ্ঞান, অক্সিজেন। অভাবের কারণে ছোটবেলায় জোটেনি নাচের মাস্টার। দেখে দেখে নাচ শিখে হয়েছেন ‘নাচের দিদিমণি’। এগরাবাসীর অনুপ্রেরণা অনুকনা পাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল অদম্য টান। কোনও প্রথাগত প্রশিক্ষণ ছিল না। ছিল না আর্থিক স্বচ্ছলতাও। অভাবের সংসারে বড় হয়ে উঠেছেন তিনি। কিন্তু দারিদ্র্যতা তাঁর স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। ছোটবেলায় অন্যদের নাচ দেখেই নিজে নাচ শিখেছেন। মঞ্চে ওঠার সুযোগ খুব বেশি পাননি। তবুও নিজের চেষ্টায় ধীরে ধীরে নাচে দক্ষ হয়ে ওঠেন।
advertisement

দর্শকরা তাঁর নাচ দেখে মুগ্ধ হয়েছেন বারবার। মুহুর্মুহু করতালি এসেছে দর্শক আসন থেকে। নিজের জেদকে কাজে লাগিয়ে নাচকেই নিজের অক্সিজেন করে তুলেছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার অনুকনা পাল। দীর্ঘ চার দশক ধরে তিনি নাচ শেখাচ্ছেন। ছোট ছোট শিশুদের হাতে ধরে নাচের প্রথম পাঠ দিয়েছেন। কখনও ক্লান্ত হননি। কখনও থেমে যাননি।

advertisement

আরও পড়ুনঃ হাড় কাঁপানো ঠান্ডার মাঝে ঝিরিঝিরি বৃষ্টি! আরও নামবে পারদ, নিউ ইয়ারে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা

আজ তাঁর বয়স প্রায় ৫৫ বছর। তবুও তাঁর উদ্যমে কোনও ভাঁটা পড়েনি। এখনও একই নিষ্ঠা নিয়ে তিনি নাচ শেখান। প্রতিদিন নিয়ম করে ক্লাস নেন। শিশুদের সঙ্গে মিশে যান সহজেই। তাঁর শেখানোর ধরণ খুব সহজ। শিশুদের মন বুঝে তিনি নাচ শেখান। সেই কারণেই ছাত্রছাত্রীদের কাছে তিনি শুধু শিক্ষিকা নন। তিনি তাঁদের প্রিয় ‘নাচের দিদিমণি’।

advertisement

View More

আরও পড়ুনঃ নারী-পুরুষ ভেদাভেদ ভুলে সংসারের হাল ধরেছেন! সুবর্ণরেখায় ভেসে সামান্য উপার্জন, তা দিয়েই নুন-ভাতে দিন গুজরান

বর্তমানে তাঁর কাছে প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী নাচ শিখছে। এলাকার বহু ছেলে-মেয়ে তার কাছে নাচ শিখে আজ নিজেদের জীবনে প্রতিষ্ঠিত। কেউ শিক্ষক হয়েছে। কেউ শিল্পী হয়েছে। কেউ আবার অন্য পেশায় যুক্ত। তবুও সবাই আজও তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। অনেকেই বলেন, অনুকনা পাল তাঁদের জীবনে অনুপ্রেরণা। শুধু নাচ শেখাননি তিনি। শিখিয়েছেন আত্মবিশ্বাস। শিখিয়েছেন লড়াই করতে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হুড়মুড়িয়ে দাম কমল ভুটানের কমলালেবুর, স্বাদে লাজবাব! তবে কেনার আগে চিনতে জাত
আরও দেখুন

দেখে দেখে নাচ শিখেও যে এত বড় পথ পাড়ি দেওয়া যায়, তা তিনি প্রমাণ করে দিয়েছেন। ইচ্ছে থাকলে যে সবই সম্ভব, সেটাই তাঁর জীবনের শিক্ষা। কোনও বড় মঞ্চ বা প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই তিনি গড়ে তুলেছেন শত শত নৃত্যশিল্পী। তাঁর জেদি মনোভাব আজ এলাকার মানুষের কাছে অনুপ্রেরণা। নতুন প্রজন্মের কাছে তিনি এক জীবন্ত উদাহরণ। নাচকে ভালবেসে, লড়াই করে এগিয়ে যাওয়ার গল্পই আজ অনুকনা পালের জীবনকথা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Inspiring Story: নাচই তাঁর ধ্যান-জ্ঞান, অক্সিজেন! দেখে দেখে রপ্ত করেছেন নৃত্যকলা, এগরার 'নাচের দিদিমণি' আজ সকলের নয়নের মণি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল