Darjeeling Weather: হাড় কাঁপানো ঠান্ডার মাঝে ঝিরিঝিরি বৃষ্টি! আরও নামবে পারদ, নিউ ইয়ারে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Darjeeling Weather: হাড়কাঁপানো ঠান্ডায় জুবুথুবু নকশালবাড়ি থেকে সমগ্র দার্জিলিং। মঙ্গলবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। হু-হু করে বইছে হিমেল হাওয়া। নিউ ইয়ারে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
দার্জিলিং: হাড় কাঁপানো ঠান্ডায় জুবুথুবু নকশালবাড়ি। কনকনে ঠান্ডার মধ্যে রাস্তায় বেরনোই যেন বড় দায়। রাস্তায় সকাল থেকেই লোক কম। বিকেলের পর থেকে যেন খাঁ খাঁ করে এলাকা। হু-হু করে বইছে হিমেল হাওয়া। নিউ ইয়ারে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে মঙ্গলবার সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সূর্যের দেখা নেই। রাস্তাঘাট পুরো ভেজা। বছরের শেষ লগ্নে এসে ঠান্ডায় জমে যাচ্ছে মানুষজন। শীতের বৃষ্টি ঠান্ডা আরও বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
আরও পড়ুনঃ প্যাঙ্গোলিনের আঁশ পাচারের বড় ছক! গোপন সূত্রে খবর পেতেই অ্যাকশন, বন দফতরের জালে দুষ্কৃতী
ঠান্ডা থেকে রেহাই পেতে সন্ধ্যা নামলেই আগুন জ্বালিয়ে উষ্ণতা উপভোগ করছেন অনেকেই। চায়ের চুমুকে শরীর গরম করতে ভিড় জমছে চায়ের দোকানে দোকানে। গোটা দার্জিলিং জেলার এই হাড় কাঁপানো ওয়েদারে কাঁপতে কাঁপতেই উপভোগ করছেন পর্যটক থেকে স্থানীয়রা। বর্ষবরণে দার্জিলিংয়ে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অনাথ কিশোর-কিশোরীদের জন্য পালক পিতা-মাতার খোঁজে জেলা প্রশাসন, সন্তান হারানো দম্পতিদের ভরসার ছায়া হোক অসহায়রা
আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের পার্বত্য ও তরাই অঞ্চলে আগামী তিন দিনে তাপমাত্রা আরও ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাহাড় থেকে সমতল হু-হু করে কাঁপছে। এমন ঠান্ডার মেজাজ গত কয়েক বছরে দেখেনি দক্ষিণবঙ্গ। এবছর যেন রেকর্ড ঠান্ডা। দক্ষিণবঙ্গই যেন হয়ে উঠেছে ‘মিনি দার্জিলিং’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal
First Published :
Dec 30, 2025 3:45 PM IST









