Alipurduar News: প্যাঙ্গোলিনের আঁশ পাচারের বড় ছক! গোপন সূত্রে খবর পেতেই অ্যাকশন, বন দফতরের জালে দুষ্কৃতী
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Alipurduar News: ফের বুনো জন্তুর দেহাংশ পাচারে তৎপর পাচারকারী দল। তবে শেষ মুহূর্তে পাচারকারীদের ছক ভেস্তে দিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। ৩১ সি জাতীয় সড়কে প্যাঙ্গুলিনের আঁশ-সহ গ্রেফতার এক দুষ্কৃতী।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: ফের বুনো জন্তুর দেহাংশ পাচারে তৎপর পাচারকারী দল। তবে শেষ মুহূর্তে পাচারকারীদের ছক ভেস্তে দিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। গ্রেফতার এক পাচারকারী। ৩১ সি জাতীয় সড়কে প্যাঙ্গোলিনের আঁশ-সহ গ্রেফতার এক দুষ্কৃতী।
বাইকে করে প্যাঙ্গোলিনের আঁশ পাচার করার ছক কষেছিল এক দুষ্কৃতী। তবে জলদাপাড়া বন দফতরের তৎপরতায় সেই দুষ্কৃতী ধরা পড়ে গেল। কোচবিহার জেলার বক্সিরহাট থেকে বাইকে করে ওই দুষ্কৃতী ঢুকে পড়ে আলিপুরদুয়ার ৩১ সি জাতীয় সড়কে।
আরও পড়ুনঃ অনাথ কিশোর-কিশোরীদের জন্য পালক পিতা-মাতার খোঁজে জেলা প্রশাসন, সন্তান হারানো দম্পতিদের ভরসার ছায়া হোক অসহায়রা
এদিকে গোপন সূত্রে খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া ওই জাতীয় সড়কে ওত পেতে বসে ছিল বন দফতর। এই অভিযান চালায় মূলত জলদাপাড়া সাউথ রেঞ্জ। অভিযানের নেতৃত্বে ছিলেন জলদাপাড়া সাউথ রেঞ্জার রাজীব চক্রবর্তী। অভিযুক্তকে আটক করেন বনকর্মীরা৷ তার কাছ থেকে প্রায় ৫৮০ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ উদ্বার করা হয়েছে।
advertisement
advertisement
বন দফতর জানিয়েছে, ধৃতের নাম মৈনুল আলি। তার বয়স ৩৭। বাড়ি কোচবিহার জেলার বক্সিরহাট। ধৃতকে আলিপুরদুয়ার আদালতে তুলেছে বন দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 30, 2025 3:09 PM IST









