TRENDING:

East Bardhaman News: মিলবে বাড়তি সুযোগ, মিলবে কেন্দ্রের সুবিধা! এবার নতুন কাজে হাত লাগাচ্ছেন পূর্ব বর্ধমানের শোলা শিল্পীরা 

Last Updated:

বনকাপাসি গ্রামের মোট ৩০ জন শিল্পীকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যার মধ্যে বেশ কিছু মহিলা শিল্পীরাও রয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: কেন্দ্র সরকারের তরফে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলার এই শিল্পীদের। বর্ধমানের বনকাপাসি গ্রামের নাম কমবেশি সকলেরই জানা রয়েছে। এই গ্রামের প্রায় সকলেই শোলার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘ বহু বছর ধরে। ভিন রাজ্য এমনকি বিদেশেও এখানকার শিল্পীদের আলাদা কদর রয়েছে। বনকাপাসির শোলা শিল্পীরা রাজ্য তথা জেলার নাম পৌঁছে দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। সাধারণত এখানকার শিল্পীরা ঠাকুরের সাজ তৈরি করেন। আকর্ষণীয় শোলার সাজে সাজিয়ে তোলেন চন্দননগরের জগদ্ধাত্রী থেকে ভিন রাজ্যের দুর্গা। সাজ তৈরি করেই শিল্পীরা অর্থ উপার্জন করেন। তবে বনকাপাসি গ্রামে শিল্পীরা শুধুমাত্র শোলার সাজ, বিয়ের টোপর প্রভৃতি জিনিস তৈরি করে থাকেন।
advertisement

কিন্তু এবার শিল্পীদের গতানুগতিক সাজ তৈরির কাজ থেকে বেরিয়ে, অন্য ধরনের কাজ শেখানো হচ্ছে। কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ টেক্সটাইলের ডিসি হ্যান্ডিক্রাফটস এবং এনডিসি-এর তত্ত্বাবধানে এই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শিল্পীদের। প্রশিক্ষণ দেওয়ার জন্য এসেছেন ডিজাইনার। এই বিশেষ প্রশিক্ষণ প্রসঙ্গে ডিজাইনার সুকৃতি মণ্ডল জানিয়েছেন, “এখানে শোলা পিঠের উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ নেওয়ার ফলে শিল্পীরা অনেকটাই উপকৃত হবেন। এই শিল্পীরা সাধারণত ট্রাডিশনাল কাজ করেন। কিন্তু যেভাবে আধুনিক কাজ করা দরকার, সেই রকম কাজ শেখানোর আমরা চেষ্টা করছি। আধুনিক সমাজের সঙ্গে যাতে শিল্পীদের যুক্ত করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে।”

advertisement

আরও পড়ুন: চাকরি ছেড়ে শুরু করেছিলেন নিজের ব্যবসা, এখন পকেটে উপচে পড়ছে মুঠো মুঠো টাকা !

বনকাপাসি গ্রামের মোট ৩০ জন শিল্পীকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যার মধ্যে বেশ কিছু মহিলা শিল্পীরাও রয়েছেন। মূলত এই শিল্পীদের বিভিন্ন ধরনের শোলার মডেল তৈরি করা শেখানো হচ্ছে। যে মডেল শিল্পীরা তৈরি করে শোপিস থেকে শুরু ঘর সাজানোর বিভিন্ন জিনিস প্রস্তুত করতে পারবেন। এই কাজে সাহায্য করছেন গ্রামেরই শিল্পী প্রদীপ মালাকার। প্রদীপ বাবু এই কাজ আগে থেকেই জানেন, তিনি শোপিস তৈরি করেন। ডিজাইনার ডিজাইন দিচ্ছেন এবং সেইমত শোলা কেটে শিল্পীরা মডেল তৈরি করা শিখছেন। গ্রামের শিল্পী প্রদীপ মালাকার জানিয়েছেন, “সকলে তো এই মডেল তৈরির কাজ ধরে রাখবে না। আমাদের গ্রামে সাজ তৈরির যে কাজ হয় সবাই সেটাই করবে। কিন্তু যে এই কাজ ধরে রাখবে সে ভাল ফল তো পাবেই। বাজারে এই জিনিসের প্রচুর চাহিদা আছে। বিশ্ব বাংলা, মঞ্জুশা এই সমস্ত জিনিস প্রচুর অর্ডার দেয়, প্রচুর চাহিদা।”

advertisement

View More

আরও পড়ুন: হেলিকপ্টারে চেপে আসতেন বিদ্যালয়ে! এখনও বাংলার এই স্কুলে রয়েছে হেলিপ্যাড, নামটা জানলে মাথা ঘুরে যাবে

মোট ২৫ দিন ধরে শিল্পীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। গতানুগতিক সাজ তৈরি বাদ দিয়ে, আধুনিক মডেল তৈরি শিখছেন শিল্পীরা। এনডিসি এবং ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফ্ট থেকে প্রচুর মেলার ব্যবস্থা আছে। শিল্পীরা এই কাজ শিখে তাদের কাজ সেখানে দেখাতে পারবেন। ডিজাইনার সুকৃতি বাবুর কথায়, সারা বছরই ডিসি হ্যান্ডিক্র্যাফটের তরফ থেকে শিল্পীদের মেলায় পাঠানো হয়। এছাড়াও কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হয় শিল্পীদের। স্বভাবতই এই মডেল তৈরির প্রশিক্ষণ নিয়ে শিল্পীরা উপকৃত হবেন বলেই মনে করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: মিলবে বাড়তি সুযোগ, মিলবে কেন্দ্রের সুবিধা! এবার নতুন কাজে হাত লাগাচ্ছেন পূর্ব বর্ধমানের শোলা শিল্পীরা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল