Helipad in School: হেলিকপ্টারে চেপে আসতেন বিদ্যালয়ে! এখনও বাংলার এই স্কুলে রয়েছে হেলিপ্যাড, নামটা জানলে মাথা ঘুরে যাবে
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Helipad in School: বাংলার এক বিদ্যালয়ের দেখা মিলল হেলিপ্যাডের, কে আসতেন এখানে হেলিকপ্টারে জানেন?
advertisement
advertisement
advertisement
এই প্রসঙ্গে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা বলেন, "এই বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়, বিদ্যালয়ের সঙ্গে বহু মানুষের নাম জড়িয়ে আছে। এই বিদ্যালয়ে দীর্ঘ ৪০ বছর ধরে সম্পাদক হিসেবে কাজ করেছেন অজিত কুমার পাঁজা। তিনি ব্যস্ততম মানুষ ছিলেন, বিভিন্ন মন্ত্রিত্ব পদ সামলেছেন। কিন্তু ব্যস্ততার মাঝেও তিনি বিদ্যালয়ে আসতেন এবং তাঁর সময়কালে এই হেলিপ্যাড তৈরি করা হয়েছিল।"
advertisement
advertisement
এছাড়াও তিনি অনেক বই লিখেছেন এবং তিনি নাকি খুব ভাল অভিনয়ও করতেন। এই অজিত কুমার পাঁজা কর্মসূত্রে জেলার বাইরে থাকলেও তাঁর আদি বাড়ি ছিল মঙ্গলকোটের মাজিগ্রামে। এবং অজিত বাবু এই মজিগ্রাম বিশ্বেশরী উচ্চ বিদ্যালয়ের সম্পাদক ছিলেন দীর্ঘ বহু বছর।বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও, তখনকার সময় মাঝে মধ্যেই তিনি হেলিকপ্টারে করে এই বিদ্যালয়ে আসতেন।
advertisement
এবং সেই কারণেই নাকি তৈরি করা হয়েছিল এই হেলিপ্যাড। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা আরও বলেন, "ব্যস্ততার মাঝেও তিনি নিজের গ্রামের বিদ্যালয় কে গুরুত্ব দিতেন। আমরা শুনেছি, এমনও হয়েছে বিদ্যালয়ের আয়োজিত মিটিং শেষ করে তিনি হেলিকপ্টারের চেপে আবার দিল্লিতে মিটিং এর জন্য রওনা হয়েছিলেন। আমরা এখনও সেই হেলিপ্যাড স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রেখেছি।"
advertisement







