আর এই পোস্টার লাগিয়েছেন বর্ধমান শহরের বাসিন্দা জাহাঙ্গীর শেখ। পোস্টারে লেখা ‘লাল মাথা, সবুজ শরীর ডানা,সাদা ঠোঁট’ যদি কেউ আমার পাখিটিকে খুঁজে পান, যোগাযোগ করুন। আর নিচে দেওয়া রয়েছে ফোন নাম্বার। শুনে অবাক হচ্ছেন তো? ভাবছেন, মানুষের জন্য তো নিখোঁজ পোস্টার দেওয়া হয়। কিন্তু পাখির জন্য নিখোঁজ পোস্টার? অনেকেই বলছেন, এখন মানুষের যা চরিত্র হয়ে গেছে তার থেকে পশুপাখি অনেক ভাল। কারণ তারা খেতে পেলেই সন্তুষ্ট। কিন্তু মানুষ অল্পতে সন্তুষ্ট নয়। আর যার পোষ্য, তার তো একটা মায়া থাকেই।
advertisement
আরও পড়ুন : সুন্দরবনে ম্যানগ্রোভের ‘শিরে সংক্রান্তি’, পোকায় খেয়ে ফাঁকা করে দিচ্ছে জঙ্গল! সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা
প্রায় চার মাস আগে অসুস্থ অবস্থায় কিকি-কে উদ্ধার করে নিজের হাতে সেবা সুশ্রূষায় সুস্থ করে তুলেছিলেন জাহাঙ্গীর শেখ। তারপর থেকেই কিকি হয়ে উঠেছিল তার অত্যন্ত প্রিয়। ঠিক যেন তার বাড়িরই এক সদস্য। তাই প্রিয় পোষ্য হারিয়ে যাওয়ায় এখন তাকেই খুঁজে চলেছেন জাহাঙ্গীর। ফোন এলেই ছুটে যাচ্ছেন হন্যে হয়ে। যদি একবার দেখা মেলে তার কিকির। জাহাঙ্গীর বাবু বলেন, সেই ছোট্ট অবস্থায় তাকে কুড়িয়ে পেয়েছিলাম। তখন থেকেই বড় করেছি সন্তানের মত। দানা ছাড়া কিছু খাই না কিকি। এই বাইরের আবহাওয়ায় কতটা ঠিক থাকতে পারবে সেই নিয়েই চিন্তিত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২১ নভেম্বর বিড়ালের ভয়ে উড়ে যাওয়ার পর থেকেই শহরের নানান জায়গায় পোস্টার দিয়েছি। কয়েক জায়গা থেকে ফোন এসেছে। কিন্তু অনেকটা দেরিতে। আবেগ প্রবণ মন আর ছল ছল চোখ নিয়ে বর্ধমানবাসীর কাছে তার একটাই অনুরোধ, যদি একবার কিকির দেখা মেলে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে জানাতে। কিকিকে খুঁজে দিতে পারলে ৫০০ টাকা পুরস্কারও দেবেন তিনি। জাহাঙ্গীর শেখের কাছে কিকি নিছকই পোষ্য নয়, সে পরিবারের এক সদস্য। ছোট্ট এই লাভ বার্ডটির প্রতি তার এই আবেগ দেখলেই বোঝা যায়, এখনও এই যান্ত্রিক শহরে কিছু সম্পর্ক থাকে, যা শুধু বলে বোঝানো যায় না। থাকে এক হৃদয়ের টান।





