TRENDING:

East Bardhaman News: হারিয়ে যাওয়া 'কিকি'কে খুঁজে পেতে শহরজুড়ে পোস্টার! প্রিয় লাভবার্ডের জন্য জাহাঙ্গীরের চোখে জল

Last Updated:

East Bardhaman News: নিখোঁজ পোষ্য পাখির খোঁজে বর্ধমান শহরজুড়ে পোস্টার লাগিয়েছেন জাহাঙ্গীর সেখ। খোঁজ দিলে মিলবে পুরস্কার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান,সায়নী সরকার: নিখোঁজ কিকি! শহর জুড়ে পোস্টার। খাওয়া, ঘুম ফেলে কিকিকে হন্যে হয়ে খুঁজে যাচ্ছেন জাহাঙ্গীর। বর্ধমান শহর জুড়ে এই পোস্টার দেখে অনেকেই খুঁজছেন তাকে। যদি একবার দেখা মেলে।২১ নভেম্বর থেকে নিখোঁজ কিকির খোঁজ দিতে পারলে মিলবে পুরস্কারও। কিন্ত কে এই কিকি? কার জন্য শহর জুড়ে এত পোস্টার, এটাই ভাবছেন তো? কিকি হল একটি লাভ বার্ড। তার খোঁজেই ছবি দিয়ে শহরের বিভিন্ন গলিতে পড়েছে নিখোঁজ পোস্টার।
advertisement

আর এই পোস্টার লাগিয়েছেন বর্ধমান শহরের বাসিন্দা জাহাঙ্গীর শেখ। পোস্টারে লেখা ‘লাল মাথা, সবুজ শরীর ডানা,সাদা ঠোঁট’ যদি কেউ আমার পাখিটিকে খুঁজে পান, যোগাযোগ করুন। আর নিচে দেওয়া রয়েছে ফোন নাম্বার। শুনে অবাক হচ্ছেন তো? ভাবছেন, মানুষের জন্য তো নিখোঁজ পোস্টার দেওয়া হয়। কিন্তু পাখির জন্য নিখোঁজ পোস্টার? অনেকেই বলছেন, এখন মানুষের যা চরিত্র হয়ে গেছে তার থেকে পশুপাখি অনেক ভাল। কারণ তারা খেতে পেলেই সন্তুষ্ট। কিন্তু মানুষ অল্পতে সন্তুষ্ট নয়। আর যার পোষ্য, তার তো একটা মায়া থাকেই।

advertisement

আরও পড়ুন : সুন্দরবনে ম্যানগ্রোভের ‘শিরে সংক্রান্তি’, পোকায় খেয়ে ফাঁকা করে দিচ্ছে জঙ্গল! সমাধান খুঁজছেন বিশেষজ্ঞরা

প্রায় চার মাস আগে অসুস্থ অবস্থায় কিকি-কে উদ্ধার করে নিজের হাতে সেবা সুশ্রূষায় সুস্থ করে তুলেছিলেন জাহাঙ্গীর শেখ। তারপর থেকেই কিকি হয়ে উঠেছিল তার অত্যন্ত প্রিয়। ঠিক যেন তার বাড়িরই এক সদস্য। তাই প্রিয় পোষ্য হারিয়ে যাওয়ায় এখন তাকেই খুঁজে চলেছেন জাহাঙ্গীর। ফোন এলেই ছুটে যাচ্ছেন হন্যে হয়ে। যদি একবার দেখা মেলে তার কিকির। জাহাঙ্গীর বাবু বলেন, সেই ছোট্ট অবস্থায় তাকে কুড়িয়ে পেয়েছিলাম। তখন থেকেই বড় করেছি সন্তানের মত। দানা ছাড়া কিছু খাই না কিকি। এই বাইরের আবহাওয়ায় কতটা ঠিক থাকতে পারবে সেই নিয়েই চিন্তিত।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হারানো পোষ্যকে ফিরে পেতে শহরজুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে পুরস্কার
আরও দেখুন

২১ নভেম্বর বিড়ালের ভয়ে উড়ে যাওয়ার পর থেকেই শহরের নানান জায়গায় পোস্টার দিয়েছি। কয়েক জায়গা থেকে ফোন এসেছে। কিন্তু অনেকটা দেরিতে। আবেগ প্রবণ মন আর ছল ছল চোখ নিয়ে বর্ধমানবাসীর কাছে তার একটাই অনুরোধ, যদি একবার কিকির দেখা মেলে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে জানাতে। কিকিকে খুঁজে দিতে পারলে ৫০০ টাকা পুরস্কারও দেবেন তিনি। জাহাঙ্গীর শেখের কাছে কিকি নিছকই পোষ্য নয়, সে পরিবারের এক সদস্য। ছোট্ট এই লাভ বার্ডটির প্রতি তার এই আবেগ দেখলেই বোঝা যায়, এখনও এই যান্ত্রিক শহরে কিছু সম্পর্ক থাকে, যা শুধু বলে বোঝানো যায় না। থাকে এক হৃদয়ের টান।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: হারিয়ে যাওয়া 'কিকি'কে খুঁজে পেতে শহরজুড়ে পোস্টার! প্রিয় লাভবার্ডের জন্য জাহাঙ্গীরের চোখে জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল