জেলার তিনটি ব্লক মঙ্গলকোট, ভাতার ও আউসগ্রাম এলাকার মোট ২৪০ জন খেলোয়াড়কে নিয়ে আটটি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শান্তিপুর লায়ন্স ও কিয়ান কিংস। তবে এই টুর্নামেন্টের মাধ্যম দিয়ে দুঃস্থ পড়ুয়াদের পাশে থাকার এবং সবুজায়ন করার কথা ভেবেছে উদ্যোক্তারা।
advertisement
প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়ের হাত দিয়ে এলাকার পাঁচ জন দুঃস্থ ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হবে। পাশাপাশি সবুজায়ন করতে টুর্নামেন্টে যতগুলি ছক্কা হবে ততগুলি গাছ বিভিন্ন এলাকায় রোপন করা হবে। এই বিষয়ে উদ্যোক্তাদের তরফে রাজ ভৌমিক জানিয়েছেন, “আমরা বার্তা দিতে চাইছি যে শুধু খেলাধুলো বা পড়াশোনা করলে হবে না। দুটোই সামঞ্জস্য বজায় রেখে করতে হবে।”
উদ্বোধনী ম্যাচ বাদ দিয়ে মোট ৩০টি খেলা হবে অর্থাৎ একমাস ধরে চলবে গুসকরা প্রিমিয়ার লিগ। তবে এই ম্যাচে খেলবেন শুধুমাত্র জেলার তিনটি ব্লকের খেলোয়াড়রা। স্থানীয় খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে এবং যুবসমাজের খেলার প্রতি উৎসাহ বাড়ানোর জন্য এই উদ্যোগ বেশ প্রশংসনীয়। উদ্যোক্তাদের তরফে কাজী আরাফত আবেদীন বলেন, “খেলা দেখার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। আমাদেরও বেশ ভাল লাগছে এরকম একটা আয়োজন করতে পেরে। আর স্থানীয় খেলোয়ারদের উৎসাহ বাড়িতেই আমাদের এই প্রচেষ্টা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছোট বড় টুর্নামেন্ট বিভিন্ন জায়গাতেই হয়। তবে টুর্নামেন্টের মাধ্যমে দুঃস্থ পড়ুয়াদের পাশে থাকা এবং সবুজায়ন করার এহেন উদ্যোগ একেবারে অভিনব। স্থানীয় অনেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও এই খেলা দেখার জন্য ভিড়ও জমাচ্ছেন বহু মানুষ। সব মিলিয়ে গুসকরা প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে এখন শহরজুড়ে রয়েছে টান টান উত্তেজনা। ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।





