Tiger Attack: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে লড়াই! প্রাণ হাতে ফিরলেন ষাটোর্ধ্ব ব্যক্তি, পাথরপ্রতিমায় লোকের মুখে মুখে ঘুরছে গণেশের সাহসের কাহিনি
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
South 24 Parganas Tiger Attack: কলসের জঙ্গলে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে লড়াই। কোপাল জোরে প্রাণে বাঁচলেন পাথরপ্রতিমার ষাটোর্ধ্ব গণেশ মাইতি। হাত ও কাঁধ গুরুতরভাবে জখম।
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে লড়াই। এরপর প্রাণ হাতে কোনরকমে পাথরপ্রতিমায় ফিরলেন গণেশ মাইতি। ইতিমধ্যে এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত গণেশ মাইতির আরোগ্য কামনা করেছেন সকলেই।
জানা গিয়েছে, কলসের জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন গণেশ মাইতি। গণেশের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার গোবর্ধনপুরে। ষাটোর্ধ্ব ওই ব্যক্তি প্রায়ই এই কাজ করে থাকেন। মাছ, কাঁকড়া ধরে কোনও রকমে সংসার চলে তার।
আরও পড়ুনঃ বড়দিনের আগেই বড় সর্বনাশ! গভীর রাতে দাউদাউ করে জ্বলছে আগুন, পিংলায় পুড়ে ছাই বেকারি
তবে এবার তাল কেটেছে গণেশের। কলসের জঙ্গলে, মাছ কাঁকড়া ধরতে গিয়েই ডোরাকাটার সামনে পড়ে যান তিনি। উপস্থিত বুদ্ধির জোরে চেঁচামেচি করলেও বাঘ সেখান থেকে সরেনি। উলটে বাঘ ঝাঁপ দেয় গণেশর দিকে।
advertisement
advertisement
কিন্তু কপাল জোড়ে বাঘ গণেশের গা ঘেঁষে বের হয়ে যায়। কিন্তু তাতেই হাত ও কাঁধ গুরুতর জখম হয়। রক্ত ঝড়তে থাকে। এরপর দ্রুত তাকে আনা হয় পাথরপ্রতিমায়। সেখানে অবস্থার কিছুটা অবনতি হলে তাকে চিকিৎসার জন্য বড়ো হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুনঃ অবিভক্ত ২৪ পরগনার ইতিহাস চর্চার পথিকৃৎ কালিদাস দত্তের বাড়িটি হেরিটেজ ভবন ঘোষণার দাবি জয়নগরে
এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাঘের সামনে পড়েও কীভাবে তিনি প্রাণে বাঁচলেন এই গল্প এখন লোকের মুখে মুখে ঘুরছে। ইতিমধ্যে খবর গিয়েছে গোবর্ধনপুর কোস্টাল থানায়। তারাও বিষয়টি দেখছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকায় কয়েকদিন আগেই বাঘ ঢুকেছিল বলে আতঙ্ক ছড়িয়েছিল। তারপর জানা যায় বাঘটি জঙ্গলে চলে গিয়েছে। ফলে বাঘের আতঙ্ক ছিলই। তার মধ্যে গণেশ মাইতির উপর বাঘের আক্রমনের ঘটনায় আরও আতঙ্ক বেড়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
December 12, 2025 1:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger Attack: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সঙ্গে লড়াই! প্রাণ হাতে ফিরলেন ষাটোর্ধ্ব ব্যক্তি, পাথরপ্রতিমায় লোকের মুখে মুখে ঘুরছে গণেশের সাহসের কাহিনি









