TRENDING:

Weekend Tour| Offbeat Destination|| শহরের কাছেই ঘুরে আসুন 'এই' অসাধারণ জায়গায়, মুগ্ধ হয়ে কেটে যাবে সপ্তাহান্ত

Last Updated:

East Bardhaman Weekend Tour Destination: একই সীমানার মধ্যে রয়েছে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, অনাথ আশ্রম। রয়েছে প্রাত্যহিক প্রার্থনা কক্ষ। বহিরাগত দর্শনার্থীদের জন্য এখানে বিনামূল্যে রয়েছে অথিতি নিবাসে থাকার ব্যবস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগ্রাম: আপনি কী ঘুরতে ভালোবাসেন? অবসর পেলেই বেরিয়ে পড়েন বেড়ানোর স্বাদ নিতে, তাহলে অবশ্যই একবার হলেও কাজের ফাঁকে সময় বের করে ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের এই জায়গায়। বর্ধমান শহর থেকে মাত্র সামান্য দুরত্বেই অবস্থিত সবুজে ঘেরা এই স্থান। শান্ত, মনোরম পরিবেশের মধ্যে রয়েছে থাকা, খাওয়ার সুব্যবস্থা। শান্ত, মনোরম নিরিবিলি গ্রাম্য পরিবেশে এ ভাবেই কয়েক দশক ধরে অবস্থান করছে পরমানন্দ আশ্রম।
advertisement

স্থানীয় মানুষের কাছে যা জাবুইডাঙা পরমানন্দ আশ্রম নামেই খ্যাত। এখানে একই সীমানার মধ্যে রয়েছে স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, অনাথ আশ্রম। রয়েছে প্রাত্যহিক প্রার্থনা কক্ষ। সারা বছর দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী ভিড় জমান এই আশ্রম প্রাঙ্গণে। বহিরাগত দর্শনার্থীদের জন্য এখানে বিনামূল্যে রয়েছে অথিতি নিবাসে থাকার ব্যাবস্থা । সেই সাথে সম্পূর্ন বিনামূল্যে পরিচ্ছন্ন নিরামিষ আহারের আয়োজন। পরমানন্দ আশ্রমটি ১৯৭৮ সালে স্থাপিত হয়। প্রাথমিক অবস্থায় ৬ কাঠা জায়গা নিয়ে গড়ে তোলা হলেও বর্তমান এর পরিধি বিশাল।

advertisement

আরও পড়ুনঃ ছিঃ! দুই নাবালিকাকে শারীরিক নির্যাতনে অভিযুক্ত দাদু! লজ্জায় মাথা হেঁট

এ বার জেনে নিন কীভাবে পৌঁছবেন মনোরম এই জায়গায়? বর্ধমানের কার্জন গেট থেকে ২৮ কিলোমিটার দুরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাবেন এই জায়গায়। বর্ধমান কালনা রোডে, বর্ধমান থেকে বাস বা গাড়িতে করে প্রথমে আপনাকে যেতে হবে জাবুইডাঙ্গা। সেখানে নেমে মাত্র কয়েক কিলোমিটার রাস্তা পার হলেই চোখে পড়বে এই বনগ্রাম পরমানন্দ আশ্রম। জাবুইডাঙ্গায় নেমে বনগ্রাম পরমানন্দ মন্দির বা আশ্রম বললেই স্থানীয় যে কেউ আপনাকে দেখিয়ে দেবে আশ্রমে পৌঁছনোর পথ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Bonoarilal Chowdhury

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weekend Tour| Offbeat Destination|| শহরের কাছেই ঘুরে আসুন 'এই' অসাধারণ জায়গায়, মুগ্ধ হয়ে কেটে যাবে সপ্তাহান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল