স্থানীয় মানুষের কাছে যা জাবুইডাঙা পরমানন্দ আশ্রম নামেই খ্যাত। এখানে একই সীমানার মধ্যে রয়েছে স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, অনাথ আশ্রম। রয়েছে প্রাত্যহিক প্রার্থনা কক্ষ। সারা বছর দূরদূরান্ত থেকে বহু দর্শনার্থী ভিড় জমান এই আশ্রম প্রাঙ্গণে। বহিরাগত দর্শনার্থীদের জন্য এখানে বিনামূল্যে রয়েছে অথিতি নিবাসে থাকার ব্যাবস্থা । সেই সাথে সম্পূর্ন বিনামূল্যে পরিচ্ছন্ন নিরামিষ আহারের আয়োজন। পরমানন্দ আশ্রমটি ১৯৭৮ সালে স্থাপিত হয়। প্রাথমিক অবস্থায় ৬ কাঠা জায়গা নিয়ে গড়ে তোলা হলেও বর্তমান এর পরিধি বিশাল।
advertisement
আরও পড়ুনঃ ছিঃ! দুই নাবালিকাকে শারীরিক নির্যাতনে অভিযুক্ত দাদু! লজ্জায় মাথা হেঁট
এ বার জেনে নিন কীভাবে পৌঁছবেন মনোরম এই জায়গায়? বর্ধমানের কার্জন গেট থেকে ২৮ কিলোমিটার দুরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাবেন এই জায়গায়। বর্ধমান কালনা রোডে, বর্ধমান থেকে বাস বা গাড়িতে করে প্রথমে আপনাকে যেতে হবে জাবুইডাঙ্গা। সেখানে নেমে মাত্র কয়েক কিলোমিটার রাস্তা পার হলেই চোখে পড়বে এই বনগ্রাম পরমানন্দ আশ্রম। জাবুইডাঙ্গায় নেমে বনগ্রাম পরমানন্দ মন্দির বা আশ্রম বললেই স্থানীয় যে কেউ আপনাকে দেখিয়ে দেবে আশ্রমে পৌঁছনোর পথ।
Bonoarilal Chowdhury