এদিন সিডনি লন্ডন চেকোস্লোভাকিয়া সহ বিশ্বের পাঁচটি দেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের খ্যাতনামা আলোকচিত্র শিল্পীদের ক্যামেরায় তোলা ছবি নিয়ে নিউ ব্যারাকপুরে অনুষ্ঠিত হল একটি ফটো এক্সিবিশন। সেখানে পেশাদার আলোক চিত্রশিল্পীদের শতাধিক ক্যামেরায় তোলা ছবি প্রদর্শিত হয়। বিশ্বের নানা প্রান্তে ঘুরে প্রকৃতি থেকে মডেল এমনকি জীবনযাত্রার যে ছবি লেন্সব বন্দি করেছেন আলোকচিত্র শিল্পীরা তাও প্রদর্শিত হয়। বাংলার উৎসব দুর্গাপুজোথেকে বিভিন্ন সংস্কৃতি ব্ল্যাক এন্ড হোয়াইট কাঞ্চনজঙ্ঘা থেকে সমুদ্রের বালুচর এমনকি তরুণী থেকে পরিপূর্ণ নারী নানা মুহূর্ত ফুটে উঠেছে ফটোগ্রাফারদের চোখের ক্যানভাসে।
advertisement
কীভাবে একজন পেশাদার ফটোগ্রাফার হয়ে ওঠা যায় সে বিষয়েও আগ্রহীদের জানালেন বিশেষজ্ঞরা। তবে ফটো তোলার অভ্যাস এর মধ্যে দিয়েই, তৈরি হয় বিশেষ নজর বলছেন পেশাদার আলোক চিত্রশিল্পীরাই। এদিনের প্রদর্শনীর মধ্য দিয়ে সাধারণ মানুষজনও সেই ছবি দেখতে পেলেন নিউ ব্যারাকপুর গ্যালারি এসএল এ।
রাজ্যের নামকরা আলোকচিত্রশিল্পীরাও এদিন হাজির হয়েছিলেন প্রদর্শনীতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের থেকে মডেল স্যুট এমনকি অ্যাডভার্টাইজমেন্ট থেকে জীবনের প্রতি নিয়ত কাজের ক্ষেত্রে জড়িয়ে এই ফটোগ্রাফি। তাই ফটোগ্রাফিও হতে পারে বিকল্প পেশা, তবে দরকার নির্দিষ্ট প্রশিক্ষণ। অবসর সময়ে সখ হোক বা নেশা, অনেকেই বেছে নিতে পারেন এই ধরনের ফটোগ্রাফিকে।
Rudra Narayan Roy