Viral News: সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর, কান্না ভরা চোখে বউয়ের চরম আক্ষেপ ইংরাজি বরবাদ করে দিল সব, সাত পাকের পর সব সত্যি এল সামনে

Last Updated:
Husband Wife News: স্বামী-স্ত্রী-র সম্পর্কে চিড় ধরাল ইংলিশ, বিয়ের পর সত্যি সামনে আসতেই পায়ের তলার মাটি সরে গেল৷
1/7
হিন্দু ধর্মে বিয়েকে সাত জন্মের বন্ধন বলে মনে করা হয়। জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় এই সময় থেকে৷ ফলে বিয়েকে যাতে চির স্মরণীয় করে রাখা যায় তার জন্য মানুষ কোনও কসুর  করে না৷  লম্বা সময় ধরে প্ল্যান করে  দুর্দান্ত আড়ম্বরের প্রস্তুতি নেয় বর ও কনে দুজনেই। বর-কনে এই বিশেষ মুহূর্তটিকে চিরকাল নিজেদের মনের মণিকোঠায় ধরে রাখতে চায়। Photo- Representative 
হিন্দু ধর্মে বিয়েকে সাত জন্মের বন্ধন বলে মনে করা হয়। জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় এই সময় থেকে৷ ফলে বিয়েকে যাতে চির স্মরণীয় করে রাখা যায় তার জন্য মানুষ কোনও কসুর  করে না৷  লম্বা সময় ধরে প্ল্যান করে  দুর্দান্ত আড়ম্বরের প্রস্তুতি নেয় বর ও কনে দুজনেই। বর-কনে এই বিশেষ মুহূর্তটিকে চিরকাল নিজেদের মনের মণিকোঠায় ধরে রাখতে চায়। Photo- Representative
advertisement
2/7
কিন্তু অনেক সময় বিয়ের পরের পরিবেশ দেখে ধাক্কা হয় নব দম্পতি৷ কখনও কখনও বিয়ে একেবারে  শোকে পরিণত হয়। কখনও কখনও কনে বরকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়৷ আবার কখনও  কখনও কখনও একজন ব্যক্তি গোপনে একাধিক বিয়ে করে। তবে ইংরাজিতে কাঁচা হওয়ার কারণেও বিয়েতে গভীর ফাটল আসতে পারে এমন কি জানতেন৷ Photo- Representative 
কিন্তু অনেক সময় বিয়ের পরের পরিবেশ দেখে ধাক্কা হয় নব দম্পতি৷ কখনও কখনও বিয়ে একেবারে  শোকে পরিণত হয়। কখনও কখনও কনে বরকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়৷ আবার কখনও  কখনও কখনও একজন ব্যক্তি গোপনে একাধিক বিয়ে করে। তবে ইংরাজিতে কাঁচা হওয়ার কারণেও বিয়েতে গভীর ফাটল আসতে পারে এমন কি জানতেন৷ Photo- Representative
advertisement
3/7
সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে৷  সেই ভিডিওতে মহিলা অভিযোগ করছেন যে ইংরাজি তাঁর জীবনকে শেষ করে দিয়েছে। বিয়ের আগে যে স্বামী তাঁকে কী চাকরি করেন তার বর্ণনায় ইংরেজিতে বলেছিল, কিন্তু সম্প্রতি এমন সত্য সামনে এসেছে যে মহিলা হতবাক। Photo Courtesy- Instagram Video Grab
সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হওয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে৷  সেই ভিডিওতে মহিলা অভিযোগ করছেন যে ইংরাজি তাঁর জীবনকে শেষ করে দিয়েছে। বিয়ের আগে যে স্বামী তাঁকে কী চাকরি করেন তার বর্ণনায় ইংরেজিতে বলেছিল, কিন্তু সম্প্রতি এমন সত্য সামনে এসেছে যে মহিলা হতবাক। Photo Courtesy- Instagram Video Grab
advertisement
4/7
ভিডিও যিনি করেছেন সেই মহিলার নাম শালিনী পণ্ডিত। যদিও শালিনী এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে বানিয়েছেন, তবে দেখতে মজা লাগে। সম্ভবত সেই কারণেই এই ভিডিওটি দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে শালিনী বলেন, ইংরেজির কারণে আমার জীবন নষ্ট হয়ে গেছে। বিয়ের আগে স্বামীকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কী কাজ করো? এ বিষয়ে শালিনীর স্বামী বলেন, আমার প্রতিষ্ঠান অটোমোবাইল (বাইক-কার সেক্টর) ব্যবসা করে। গাড়িক নিচে যে চার রাউন্ড এলিমেন্টস থাকে, তাতে যে রবার ব্যবহার হয় তাতে ডিফেক্ট খুঁজে সেটা ঠিক করে দিই৷ এতে তিনি ভেবেছিলেন যে স্বামী দারুণ বড় পোস্টে চাকরি করেন৷ এর বেশি তিনি তাই আর কিছু জিজ্ঞাসা করেননি৷
ভিডিও যিনি করেছেন সেই মহিলার নাম শালিনী পণ্ডিত। যদিও শালিনী এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে বানিয়েছেন, তবে দেখতে মজা লাগে। সম্ভবত সেই কারণেই এই ভিডিওটি দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে শালিনী বলেন, ইংরেজির কারণে আমার জীবন নষ্ট হয়ে গেছে। বিয়ের আগে স্বামীকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কী কাজ করো? এ বিষয়ে শালিনীর স্বামী বলেন, আমার প্রতিষ্ঠান অটোমোবাইল (বাইক-কার সেক্টর) ব্যবসা করে। গাড়িক নিচে যে চার রাউন্ড এলিমেন্টস থাকে, তাতে যে রবার ব্যবহার হয় তাতে ডিফেক্ট খুঁজে সেটা ঠিক করে দিই৷ এতে তিনি ভেবেছিলেন যে স্বামী দারুণ বড় পোস্টে চাকরি করেন৷ এর বেশি তিনি তাই আর কিছু জিজ্ঞাসা করেননি৷
advertisement
5/7
এরপর শালিনী আসল ধাক্কাটা খান৷ যা শুনে সকলেই ছিটকে যাচ্ছেন৷ আনন্দ সাধনের উদ্দেশ্যে এই ভিডিও বানিয়েছেন শালিনী৷ কিন্তু তিনি বলেছেন ইংরাজি কম জানাটা তাঁর কাছে ধাক্কার মতো হয়েছে৷ শালিনী বিয়ের পর জানতে পারেন তাঁর স্বামী পাংচার সারানোর কাজ করেন৷ Photo - Representative 
এরপর শালিনী আসল ধাক্কাটা খান৷ যা শুনে সকলেই ছিটকে যাচ্ছেন৷ আনন্দ সাধনের উদ্দেশ্যে এই ভিডিও বানিয়েছেন শালিনী৷ কিন্তু তিনি বলেছেন ইংরাজি কম জানাটা তাঁর কাছে ধাক্কার মতো হয়েছে৷ শালিনী বিয়ের পর জানতে পারেন তাঁর স্বামী পাংচার সারানোর কাজ করেন৷ Photo - Representative
advertisement
6/7
কিন্তু এর পর শালিনী যা বললেন তা শুনে আপনিও অবাক হবেন। শালিনী এই ভিডিওটি বিনোদনের জন্য তৈরি করলেও, যারা কম ইংরেজি জানেন তাদের জন্য এটি একটি ধাক্কার মতো।  শালিনী আরও বলেন, বিয়ের পর তিনি জানতে পারেন তাঁর স্বামী পাংচার সারানোর কাজ করেন। তিনি যে চারটি গোলাকার উপাদানের কথা বলছিলেন তা আসলে গাড়ির টায়ারের কথা বলছিল। এই ভিডিওটির ক্যাপশনে শালিনী লিখেছেন, 'বিগ পোস্ট।' শালিনীর এই ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। Photo- Representative
কিন্তু এর পর শালিনী যা বললেন তা শুনে আপনিও অবাক হবেন। শালিনী এই ভিডিওটি বিনোদনের জন্য তৈরি করলেও, যারা কম ইংরেজি জানেন তাদের জন্য এটি একটি ধাক্কার মতো।  শালিনী আরও বলেন, বিয়ের পর তিনি জানতে পারেন তাঁর স্বামী পাংচার সারানোর কাজ করেন। তিনি যে চারটি গোলাকার উপাদানের কথা বলছিলেন তা আসলে গাড়ির টায়ারের কথা বলছিল। এই ভিডিওটির ক্যাপশনে শালিনী লিখেছেন, 'বিগ পোস্ট।' শালিনীর এই ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে। Photo- Representative
advertisement
7/7
এখন পর্যন্ত এই ভিডিওটি ৬০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। একই সময়ে, ২ লাখেরও বেশি মানুষ এটিকে লাইক করেছেন, যেখানে এই ভিডিওটি ৩ লক্ষ ৫৮ হাজারের বেশি বার শেয়ার করা হয়েছে। এছাড়া ভিডিওটিতে ৩ হাজার ৫০০-র বেশি কমেন্ট এসেছে।
এখন পর্যন্ত এই ভিডিওটি ৬০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। একই সময়ে, ২ লাখেরও বেশি মানুষ এটিকে লাইক করেছেন, যেখানে এই ভিডিওটি ৩ লক্ষ ৫৮ হাজারের বেশি বার শেয়ার করা হয়েছে। এছাড়া ভিডিওটিতে ৩ হাজার ৫০০-র বেশি কমেন্ট এসেছে।
advertisement
advertisement
advertisement