TRENDING:

সব 'আলু' পচে যেতে পারে! DVC জল ছাড়তেই চোখে 'জল' চাষিদের...বিঘের পর বিঘে জমি শেষ হয়ে গেল!

Last Updated:

Potato Farming: ডিভিসি বোরো চাষের জল ছাড়তেই খানাকুলে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চিংড়া পঞ্চায়েতের বিস্তীর্ণ চাষের জমি! চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। পচে যেতে পারে সব আলু! কী উপায়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ডিভিসি বোরো চাষের জল ছাড়তেই আবারও খানাকুলে ভাঙল বাঁধ! অকাল প্লাবন খানাকুলের একাংশে। এদিন সকালে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে চিংড়া পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ চাষের জমি। এখনও মাঠে রয়েছে চাষের আলু ! আচমকা প্লাবনের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এলাকার চাষিরা।
advertisement

আরও পড়ুন- রোজ এইভাবে ‘হলুদ’ খাচ্ছেন? ঝাঁঝরা হয়ে যেতে পারে ‘কিডনি’…! জানেন কী ক্ষতি হচ্ছে? ডাক্তারের পরামর্শ শুনুন

‘ভার্জিনিটি’ হারানোর পারফেক্ট ‘Age’ কত জানেন? পুরুষরা ভাল করে বুঝে নিন…! নারীরাও, কী বলছেন বিশেষজ্ঞরা?

সেপ্টেম্বরের বন্যায় খানাকুলের চিংড়া পঞ্চায়েতের বলাইচকে মুণ্ডেশ্বরী নদীর শাখা খালে বাঁধ ভেঙেছিল। পরে সেই বাঁধ সরাই করা হয়। তবে বর্তমানে বোরো চাষের জন্য জল ছেড়েছে ডিভিসি। সেই জল এসে পৌঁছতেই বলাইচকে বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে।

advertisement

আরও পড়ুন- কাঁদতে কাঁদতে ব্যাঙ্কে এলেন মহিলা! বললেন, ‘আমার অ্যাকাউন্টে…’ দেখেই মাথায় বাজ পড়ল ম্যানেজারের! এ কী?

এর জেরে চিংড়া পঞ্চায়েতের বলাইচক, কুমারচক, রঞ্জিতবাটি, কেটোদল সহ বহু গ্রামের চাষের জমি ডুবে গিয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে অনেক চাষিকে তড়িঘড়ি মাঠের আলু তুলতে দেখা যায়। এবার বর্ষায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। আবারো ক্ষতির মুখে পড়ায় কার্যত দিশেহারা চাষিরা।

advertisement

আরও পড়ুন- দেশে বাড়ছে AML ‘ব্লাড ক্যানসার’! কারা ‘শিকার’ হচ্ছেন?…এই সামান্য উপসর্গই কি ‘বড়’ বিপদের ইঙ্গিত?

মাঝরাতে তরুণীর মেসেজ, ‘আমার শাশুড়িকে…পারবেন?’ চিকিৎসকের ঘাম ছুটল! তিনি যা করলেন, চমকে যাবেন!

চোখের জলে ভাসাচ্ছেন এলাকার আলু চাষিরা, একদিকে বন্যার সময় ব্যাপক পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে চাষবাসে। আবারও সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন চাষিরা। কিন্তু বিপদ যেন তাদের কপাল থেকে যাচ্ছেই না। নতুন করে বাঁধ ভেঙ্গে প্লাবনের ফলে কয়েক হাজার হেক্টর চাষের জমি আবারও চলে গেছে জলের তলায়।

advertisement

প্রচুর টাকা খরচা করে আলু চাষ করেছিলেন কৃষকরা। সেই আলুর ফলনের সময় এখন। সেই সময়তেই বাঁধ ভেঙে প্লাবনের ফলে চাষের আলু মাটিতেই পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক কোমর জলের মধ্যে দাঁড়িয়ে ফসলের আলু বাঁচানোর চেষ্টা করছেন কৃষকরা। তারা দাবি করছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে তারা দিশেহারা হয়ে পড়বেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সব 'আলু' পচে যেতে পারে! DVC জল ছাড়তেই চোখে 'জল' চাষিদের...বিঘের পর বিঘে জমি শেষ হয়ে গেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল