TRENDING:

মুখে না বললেও হয়ে যাচ্ছে সমাধান, 'অ্যাকশন মোডে' স্কুল! কী চলছে দুর্গাপুরে?

Last Updated:

গত সাত মাস ধরে এমন একাধিক বাল্যবিবাহ রুখে দিতে সক্ষম হয়েছে এই "মনের কথা" বাক্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: বাল্যবিবাহ রুখতে এবার স্কুলে স্কুলে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের কোনে কোনে যা রাখা হয়েছে, তার সঙ্গে গোয়েন্দাদের “ডেড লেটার বক্স” এর অনেকটাই মিল রয়েছে। মুখে না বলতেই এবার স্কুলের পড়ুয়াদের অভাব অভিযোগ সহ মনের সমস্ত কথা গোপনে জেনে ফেলছেন স্কুলের প্রধান শিক্ষক। শুধু তাই নয়, সমস্যার তথ্য সংগ্রহ করে ময়দানে তদন্তে নেমে পড়েন স্কুল কর্তৃপক্ষ সহ পুলিস প্রশাসন।
advertisement

কিন্তু কিভাবে সম্ভব হচ্ছে এই কাজ? দুর্গাপুরে পাইলট প্রজেক্ট হিসেবে চারটি স্কুলে বসান হয়েছে “মনের কথা” বাক্স। এই বাক্সে পড়ুয়াদের নানান সমস্যার পাশাপাশি গোপনেই জমা পড়ছে নাবালিকা পড়ুয়ার বিয়ে দেওয়ার মত অভিযোগ। ওই তথ্য মিলতেই স্কুল কর্তৃপক্ষ, দুর্গাপুর শিক্ষা দফতর ও চাইল্ড হেল্প লাইন সহ পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। নাবালিকার বিয়ে রুাখে তাকে ও তার অভিভাবকদের বুঝিয়ে ফের পড়ুয়াকে স্কুলমুখী করা হচ্ছে। গত সাত মাস ধরে এমন একাধিক বাল্যবিবাহ রুখে দিতে সক্ষম হয়েছে এই “মনের কথা” বাক্স।

advertisement

আরও পড়ুন : রাতে বিশেষ অভিষেক, বিশাল আয়োজন! জন্মাষ্টমীতে ‘মিনি বৃন্দাবন’ মুর্শিদাবাদের এই মন্দির

প্রসঙ্গত, শিশু নিগ্রহ ও বাল্যবিবাহ রোধে স্কুলে স্কুলে কন্যাশ্রী ক্লাব রাজ্য জুড়ে চালু হয়েছে। ওই ক্লাবের পড়ুয়া সদস্যরা নাবালিকাদের বিয়ে হচ্ছে কিনা, সেদিকে নজরদারি করছে। এছাড়াও পশ্চিম বর্ধমান জেলায় বছর তিনেক আগে “শিশু সুরক্ষা সাথী” মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করা হয়। পাশাপাশি পড়ুয়াদের সমস্যা সমাধানে কয়েক বছর আগে কন্যাশ্রী দফতরের পক্ষ থেকে প্রতিটি স্কুলে “মনের কথা বাক্স” চালু করা হয়েছে।সেখানে পড়ুয়ারা গোপনে নিজের সমস্যা নিয়েই চিরকুট জমা করছে।

advertisement

View More

আরও পড়ুন : প্লাটিক দূষণ নিয়ে চিন্তার দিন শেষ, পথ দেখাচ্ছে পুরুলিয়া! যা হচ্ছে দেখে চমকে যাবেন

বর্তমানে দুর্গাপুরে চারটি স্কুলের ওই বাক্সে ধরা পড়ছে বেশ কিছু  নাবালিকার বিয়ের কথা। দুর্গাপুরের রাই রাণী দেবী গার্লস হাই স্কুলে ইতিমধ্যে “মনের কথা” বাক্সে দুটি বাল্যবিবাহের অভিযোগ জমা পড়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, অভিযোগ পাওয়া মাত্রই উর্ধতন কর্তৃপক্ষ নাবালিকা পড়ুয়াদের বিবাহ বন্ধ করে স্কুলমুখী করতে পেরেছে। শিক্ষা দফতরের দাবি “মনের কথা” বাক্স বাল্যবিবাহ রুখতে দারুণ সাড়া ফেলছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

উল্লেখ্য, সাধারণত গুপ্তচর এবং গোয়েন্দা সংস্থাগুলি ব্যবহার করে থাকেন “ডেড লেটার বক্স”। গোয়েন্দা সংস্থার এজেন্টরা একে অপরের সঙ্গে সরাসরি দেখা করা এড়াতে চায়। তাই তারা কোনওরকম সাক্ষাত ছাড়াই “ডেড লেটার বক্স” ব্যবহার করে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করেন। এদিকে “মনের কথা” বাক্সটিও স্কুলের এমন জায়গায় স্থাপন করা হয়, যাতে সহজে কারও নজরে না আসে। সেখানে পড়ুয়ারা নিজের মনের কথা বা অভিযোগের চিরকুট গোপনে জমা করে দেয়। সহজেই মিলে যায় সমস্যার সমাধান।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুখে না বললেও হয়ে যাচ্ছে সমাধান, 'অ্যাকশন মোডে' স্কুল! কী চলছে দুর্গাপুরে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল