প্লাটিক দূষণ নিয়ে চিন্তার দিন শেষ, পথ দেখাচ্ছে পুরুলিয়া! যা হচ্ছে দেখে চমকে যাবেন

Last Updated:

ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ব্যবহার করে গাছের চারপাশে সীমানা প্রাচীর ও বসার জায়গা নির্মাণ।

+
প্লাস্টিক

প্লাস্টিক বোতলের ব্যবহার।

পুরুলিয়া, শান্তনু দাস: ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে অভিনব ভাবনা চিন্তা প্রশাসনের! যেখানে দূষণ ঠেকাতে নয়া রূপ পাচ্ছে প্লাস্টিকের জলের বোতল। আজকের দিনে প্লাস্টিক দূষণ এক জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে খেলার মাঠ, বাজার সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে থাকে ফেলে দেওয়া প্লাস্টিকের জলের বোতল।
আর এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় এক অভিনব ও প্রশংসনীয় পদক্ষেপ নিল পুরুলিয়া জেলার কাশীপুর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ব্যবহার করে পরিবেশ সুরক্ষার জন্য ব্লক চত্বরে থাকা গাছের চারপাশে সীমানা প্রাচীর ও বসার জায়গা নির্মাণ করা হল।
আরও পড়ুন : রাতে বিশেষ অভিষেক, বিশাল আয়োজন! জন্মাষ্টমীতে ‘মিনি বৃন্দাবন’ মুর্শিদাবাদের এই মন্দির
সম্প্রতি কাশীপুর এলাকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ব্যবহৃত প্লাস্টিকের জলের বোতল সংগ্রহ করে সেগুলিকে পরিবেশ বান্ধবের জন্য এমনই এক অভিনব উদ্যোগ নেওয়া হল। কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা নাগ বলেন, “প্লাস্টিক মুক্ত সমাজ তৈরি করার জন্যই আমাদের এই উদ্যোগ। এলাকার বিভিন্ন প্রান্তে পড়ে থাকা প্লাস্টিকের বোতলগুলি সংগ্রহ করে এক জায়গায় জমা করে সেগুলিকে কাজে লাগানো হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : যাত্রীদের অভিভাবক, রাতদিন পাহারা! রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত রেলকর্মী
এলাকার প্রত্যেকটি মানুষজনের কাছে আমাদের অনুরোধ, জল খাওয়ার পর প্লাস্টিকের বোতলগুলি যেখানে সেখানে না ফেলে, সেগুলি নির্দিষ্ট একটি জায়গায় ফেলুন।” কাশীপুর পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের এমন অভিনব উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন এলাকার পরিবেশপ্রেমী থেকে সাধারণ মানুষজন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের কথা, “প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ দেওয়া প্রয়োজন। এমন উদ্যোগের ফলে একদিকে যেমন প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে উঠবে, তেমনি গাছকেও সুরক্ষিত রাখা হবে।” ফেলে দেওয়া প্লাস্টিক বোতলের ব্যবহার করে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার পাশাপাশি গাছ সংরক্ষণের জন্য কাশীপুর ব্লক প্রশাসনের এমন অভিনব উদ্যোগকে এখন কুর্নিশ জানাচ্ছেন এলাকার সবাই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্লাটিক দূষণ নিয়ে চিন্তার দিন শেষ, পথ দেখাচ্ছে পুরুলিয়া! যা হচ্ছে দেখে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement