রাতে বিশেষ অভিষেক, বিশাল আয়োজন! জন্মাষ্টমীতে 'মিনি বৃন্দাবন' মুর্শিদাবাদের এই মন্দির
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
অতি প্রাচীন মন্দির প্রায় ২০০ থেকে ২৫০ বছরের পুরনো। এই মন্দিরে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি আছে।
কান্দি, কৌশিক অধিকারী : শনিবার জন্মাষ্টমী। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। তারই এক নিদর্শন পাওয়া গেল মুর্শিদাবাদ জেলার গোপাল টুঙ্গী মন্দিরে। গোপালের জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠছে মুর্শিদাবাদ জেলার বহু প্রাচীন গোপাল টুঙ্গী মন্দির। হিন্দুধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। এ দিনেই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়।
পুরাণ মতে, কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলেই মনে করা হয়। মথুরা-বৃন্দাবনে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন যেমন বিশেষ জাঁকজমক করে পালন করা হয়, ঠিক তেমনি এই মন্দিরেও বিভিন্ন প্রথা ও রীতি মেনে জন্মাষ্টমী পালন করা হয়। মুর্শিদাবাদ জেলার গোপাল টুঙ্গী মন্দির জন্মাষ্টমী উপলক্ষে মন্দির পরিষ্কার ও মন্দির সাজাতে ব্যস্ত মুর্শিদাবাদ জেলাবাসী। এই অতি প্রাচীন মন্দির প্রায় ২০০ থেকে ২৫০ বছরের পুরনো। এই মন্দিরে নির্দিষ্ট কিছু নিয়ম নীতি আছে।
advertisement
আরও পড়ুন : মন্দিরনগরীর নতুন আকর্ষণ, স্বাধীনতার রাতে উদ্বোধন সুবিশাল নেতাজি মূর্তির
জন্মাষ্টমীর দিন ঠাকুরকে সকালে একবার সেবা দেওয়া হয়। ভক্তগণ দর্শন করেন এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়। তারপর বিশেষ অভিষেক ও তারপর ঠাকুরের জন্য বিশেষ আয়োজন করা হয়। প্রসাদ খাওয়ার জন্য সাড়ে তিন থেকে চার হাজার লোকের আয়োজন করা হয় জন্মাষ্টমী উপলক্ষে। সাধারণত প্রতিদিনই এখানে নাম কীর্তন হলেও, জন্মাষ্টমীর দিন বিশেষ নাম কীর্তন, ধর্ম সভা, পালা কীর্তন, গীতা পাঠ, পুজোর বিশেষ আরতির আয়োজন করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন : যাত্রীদের অভিভাবক, রাতদিন পাহারা! রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত রেলকর্মী
আগত ভক্তরা সন্ধ্যায় পুষ্পাঞ্জলী দিয়ে থাকেন মন্দিরে। তারপর প্রসাদ বিতরণ করা হয়। জন্মাষ্টমী তিথি উপলক্ষ্যে পুজোর দায়িত্বে আছেন সৈকত রায়। তিনি জানান, গত বছর পর্যন্ত ৭০০ থেকে ৮০০ লোকের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা ছিল। এখন বাড়িয়ে ১০০০ জনের করা হবে। কারণ ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের মধ্যেই গোপালটুঙ্গী মন্দির অতি প্রাচীন । দীর্ঘদিন ধরেই এই জন্মাষ্টমী পুজো পালন হয়ে আসছে মন্দিরে। পুজো কখনও বন্ধ হয়নি এই মন্দিরে। শুধু মুর্শিদাবাদ জেলার বসবাসকারী ভক্তবৃন্দরা নয়, বাইরে বিভিন্ন গ্রাম থেকে ভক্তবৃন্দরাও এই মন্দিরে ঠাকুর দর্শনে আসেন জন্মাষ্টমীর দিন। এমনকি পর্যটকদের এখন নতুন আকর্ষণ এই গোপালটুঙ্গী মন্দিরের জন্মাষ্টমী তিথি উপলক্ষে আয়োজিত পুজো। সকলেরই দৃষ্টি কেড়েছে এই মন্দিরে রীতিনীতি ও পুজোর আয়োজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 10:24 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতে বিশেষ অভিষেক, বিশাল আয়োজন! জন্মাষ্টমীতে 'মিনি বৃন্দাবন' মুর্শিদাবাদের এই মন্দির