বিগ বাজেটের অন্যতম ওই পুজো কমিটির অভিনব থিম প্রতিবছরই দর্শনার্থীদের আকৃষ্ট করে। এই বছরও দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। তাঁদের পুজো এবার ২৩ তম বর্ষে পদার্পণ করছে। ৭৫ ফুট চওড়া ও ৬০ ফুট উচ্চতায় বিশাল আকারের মণ্ডপ গড়ে উঠছে। মণ্ডপটি গড়ছেন দুর্গাপুরের শিল্পী অভিজিৎ পিপলাই। পাশাপাশি দুর্গা প্রতিমা গড়ছেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী বিকাশ পাল।
advertisement
আরও পড়ুন : সংঘর্ষে কেঁপে উঠল হরিহরপাড়া! মুহূর্তেই নিস্তব্ধ রাস্তা, চালকের মর্মান্তিক পরিণতি দেখে হতবাক সবাই
প্রায় ১৩ ফুট উচ্চতার প্রতিমাতেও থাকছে বিশেষ আকর্ষণ। মণ্ডপের অত্যাধুনিক আলোকসজ্জায় থাকছে আলোছায়ার খেলা। যা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। তাঁদের পুজোর বাজেট এবার প্রায় ২৫ লক্ষ টাকা। পুজোয় এখানে আসছেন বিশিষ্ট সংগীত শিল্পী অর্পিতা চক্রবর্তী ও স্নিগ্ধজিৎ। পুজো উদ্যোক্তা নিরঞ্জন মণ্ডল জানান, বহু বছর ধরে তাঁরা থিম পুজো করে আসছেন। একাধিকবার আকর্ষণীয় থিম ও প্রতিমা করে সেরার সেরা সরকারি শিরোপা ছিনিয়ে নিয়েছে সেপকো পুজো কমিটি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
থিম, প্রতিমা সহ পরিবেশ সচেতনতার কারণে বিগত বছরে দু’বার বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছে ওই কমিটি। এবারের থিমে মণ্ডপের মূল অংশ একটি মাতৃগর্ভের আকারে উপস্থাপনা করা হয়েছে। মণ্ডপ ঘিরে থাকছে কৃতি ও সফল নারীদের একাধিক চিত্র। পুজোর উদ্বোধন হবে চতুর্থীতে। ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান হবে। কলকাতা ও মুম্বইয়ের জনপ্রিয় বেশ কয়েকজন সঙ্গীত শিল্পীরা আসবেন। এই পুজো সর্বজনীন হলেও এলাকার মানুষের কাছে একদমই ঘরোয়া।