একের পর এক নিম্নচাপ এবং তার বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছে ঘাটালের মানুষের জীবনে। এই বৃষ্টি যদি না থামে, জল না কমে তাহলে কীভাবে পুজোর প্রস্তুতি শুরু হবে, কীভাবেই বা সময় মত শেষ হবে প্যান্ডেল সহ নানান কাজ তা বুঝে উঠতে পারছেন না উদ্যোক্তারা। মন খারাপ ঘাটালবাসীর।
আরও পড়ুন: ওয়ার্ড জুড়ে ২৫০ থেকে ৩০০ বছরের পুরনো বাড়ির ছড়াছড়ি! টানা বৃষ্টিতে ব্যাপক আতঙ্ক
advertisement
নিম্নচাপ ও ভারী বৃষ্টির জেরে একাধিকবার বন্যার সম্মুখীন হতে হয়েছে ঘাটাল কে। বন্যা পরিস্থিতি থেকে কিছুটা স্বাভাবিক হয়ে গুছিয়ে বসতে না বসতেই আবার ভেসে গিয়েছে চারপাশ। নতুন করে ঘর গোছানোর আগেই আবারও বানভাসি ঘাটাল। ঘাটাল শহরের পাশাপাশি ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শিলাবতী নদীর জল বেড়ে ঘাটাল পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হতে শুরু করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্গাপুজোর মণ্ডপ তৈরির বেশিরভাগ জায়গাগুলি এই মুহূর্তে জলের তলায়। সেই জল না নামলে প্যান্ডেল তৈরির কাজ কোনোভাবেই শুরু করা যাবে না। এই পরিস্থিতিতে টানা বৃষ্টি থেমে ঝলমলে রোদ ওঠার অপেক্ষায় সকলে। পুজো উদ্যোক্তারা চাইছেন, এবার বেশ কিছুদিন টানা রোদ উঠুক। তাতে মণ্ডপ তৈরির কাজ যেমন শুরু করা যাবে তেমনই সময়ে প্রতিমা নির্মাণ শেষ করতে পারবেন মৃৎশিল্পীরা।