TRENDING:

পুজো করা যাবে তো? দ্বিতীয়বার ঘাটাল বানভাসি হতেই উঠছে প্রশ্ন

Last Updated:

একের পর এক নিম্নচাপ এবং তার বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছে ঘাটালের মানুষের জীবনে। এই বৃষ্টি যদি না থামে, জল না কমে তাহলে কীভাবে পুজোর প্রস্তুতি শুরু হবে, কীভাবেই বা সময় মত শেষ হবে প‍্যান্ডেল সহ নানান কাজ তা বুঝে উঠতে পারছেন না উদ্যোক্তারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে মেচে উঠবে সবাই। কিন্তু সেই সুখ কি আদৌ জুটবে ঘাটালবাসীর কপালে? পুজোর আগে আবারও বানভাসি ঘাটাল। চলতি বছর এই নিয়ে দ্বিতীয় বার। ফলে সিঁদুরে মেঘ দেখছেন পুজো উদ্যোক্তারা।
advertisement

একের পর এক নিম্নচাপ এবং তার বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছে ঘাটালের মানুষের জীবনে। এই বৃষ্টি যদি না থামে, জল না কমে তাহলে কীভাবে পুজোর প্রস্তুতি শুরু হবে, কীভাবেই বা সময় মত শেষ হবে প‍্যান্ডেল সহ নানান কাজ তা বুঝে উঠতে পারছেন না উদ্যোক্তারা। মন খারাপ ঘাটালবাসীর।

আরও পড়ুন: ওয়ার্ড জুড়ে ২৫০ থেকে ৩০০ বছরের পুরনো বাড়ির ছড়াছড়ি! টানা বৃষ্টিতে ব্যাপক আতঙ্ক

advertisement

নিম্নচাপ ও ভারী বৃষ্টির জেরে একাধিকবার বন্যার সম্মুখীন হতে হয়েছে ঘাটাল কে। বন্যা পরিস্থিতি থেকে কিছুটা স্বাভাবিক হয়ে গুছিয়ে বসতে না বসতেই আবার ভেসে গিয়েছে চারপাশ। নতুন করে ঘর গোছানোর আগেই আবারও বানভাসি ঘাটাল। ঘাটাল শহরের পাশাপাশি ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শিলাবতী নদীর জল বেড়ে ঘাটাল পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হতে শুরু করেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কেজি কেজি সোনার গয়নায় সাজানো, কাটোয়াবাসীর কাছে আবেগ ক্ষেপিমা, দেখুন তাঁর রুদ্ররূপ
আরও দেখুন

দুর্গাপুজোর মণ্ডপ তৈরির বেশিরভাগ জায়গাগুলি এই মুহূর্তে জলের তলায়। সেই জল না নামলে প্যান্ডেল তৈরির কাজ কোনোভাবেই শুরু করা যাবে না। এই পরিস্থিতিতে টানা বৃষ্টি থেমে ঝলমলে রোদ ওঠার অপেক্ষায় সকলে। পুজো উদ্যোক্তারা চাইছেন, এবার বেশ কিছুদিন টানা রোদ উঠুক। তাতে মণ্ডপ তৈরির কাজ যেমন শুরু করা যাবে তেমনই সময়ে প্রতিমা নির্মাণ শেষ করতে পারবেন মৃৎশিল্পীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজো করা যাবে তো? দ্বিতীয়বার ঘাটাল বানভাসি হতেই উঠছে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল