ওয়ার্ড জুড়ে ২৫০ থেকে ৩০০ বছরের পুরনো বাড়ির ছড়াছড়ি! টানা বৃষ্টিতে ব্যাপক আতঙ্ক
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
গত বৃহস্পতিবার রাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল জয়নগর-মজিলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ বছরের পুরনো একটি বাড়ি। তারপর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। কারণ ওই ভাঙা বাড়ির ঠিক পাশেই রয়েছে বহু প্রাচীন অন্নপূর্ণা মন্দির
জয়নগর, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: এই বছর বর্ষাকালে ক’দিন রোদের দেখা পাওয়া গিয়েছে তা গাঁটে গুণে বলে দেওয়া যাবে। বৃষ্টি যেন কিছুতেই থামতে চাইছে না। আর তাতেই আতঙ্ক বেড়েছে জয়নগর-মজিলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মিত্রপাড়ার বাসিন্দাদের। সম্প্রতি ৩০০ বছরের পুরনো একটি বাড়ি ভেঙে পড়ার পর থেকেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা চান, ওয়ার্ডের প্রাচীন ভগ্নপ্রায় সমস্ত বাড়ি ভেঙে ফেলা হোক।
গত বৃহস্পতিবার রাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল জয়নগর-মজিলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০০ বছরের পুরনো একটি বাড়ি। তারপর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। কারণ ওই ভাঙা বাড়ির ঠিক পাশেই রয়েছে বহু প্রাচীন অন্নপূর্ণা মন্দির। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সেই মন্দিরের উপর থেকেও চাঙর ভেঙে পড়তে শুরু করেছে। এদিকে ওই মন্দিরের পাশ দিয়েই যাতায়াত করেন ওয়ার্ডের একাধিক পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুন: বিডিও’র কাছে জোর ধমক খেলেন প্রধান শিক্ষক! কারণ জানলে অবাক হবেন
মন্দিরের উঁচু স্তম্ভ আর খিলান থেকে চাঙর খসে পড়া শুরু হতেই দুশ্চিন্তায় পড়েছেন মন্দির লাগোয়া বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে পুরসভার কাছে ওই মন্দির ভাঙার আর্জি জানিয়েছেন এলাকার মানুষ। তবে বৃহস্পতিবার রাতে ভেঙে পড়া ভগ্নপ্রায় বাড়িটি পুরোপুরি ভেঙে ফেলার কাজ শুরু করে দিয়েছে জয়নগর মজিলপুর পুরসভা। এই বাড়ি ভাঙার ব্যাপারটি মাইকিংয়ের মাধ্যমে পুরসভার পক্ষ থেকে এলাকার মানুষদের সচেতন করা হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে জয়নগর মজিলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরপ্রধান বলেন, বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। যাতে পুরসভার তরফ থেকে আরও যে সমস্ত ভগ্নপ্রায় বাড়িগুলি আছে সেগুলি আমরা চিহ্নিত করার পর ওই বাড়ির মালিকদের বলে দেওয়া হবে, তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িগুলি ভেঙে ফেলেন। যদি বাড়ির মালিক ওই বাড়িগুলি না ভাঙে, তাহলে পুরসভার তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 12:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ওয়ার্ড জুড়ে ২৫০ থেকে ৩০০ বছরের পুরনো বাড়ির ছড়াছড়ি! টানা বৃষ্টিতে ব্যাপক আতঙ্ক