পুজো মানে শুধু মাত্র আনন্দই নয়, পুজো মানে অনেকের রুজি-রুটির প্রশ্ন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোর দিকেই তাকিয়ে থাকেন অনেকে। গোটা বছর ধরে শুধুমাত্র এই কটা দিন আসার জন্য অপেক্ষা করেন। কারণ এই পুজোর উপর নির্ভর করেই অনেকের সংসার চলে। এই কাহিনী শহর কলকাতা থেকে শুরু করে গ্রাম বাংলা সর্বত্রই সত্যি।
advertisement
আরও পড়ুন: গাঁজা পাচার করতে গিয়ে সাগরেদ সহ মহিলা গ্রেফতার
দাসপুরের প্রেমচাঁদ মুখার্জি একজন মণ্ডপসজ্জা শিল্পী। এখানকার বিভিন্ন বড় বাজেটের পুজো মানেই সেই থিমে প্রেমচাঁদ মুখার্জির হাতের কাজ থাকবেই। শুধু ঘাটাল মহকুমায় নয়, অন্যান্য জেলাতেও এই প্রেমচাঁদ মুখার্জির সৃষ্ট শিল্প পুজোর প্যান্ডেলের থিমের মাধ্যমে ফুটে ওঠে।
খুব বেশি দেরি নেই দুর্গা পুজোর, তাই প্রেমচাঁদ মুখার্জির বাড়িতে জোরকদমে এখন কাজ হচ্ছে। মিস্ত্রিরা দিন রাতদিন এক করে কাজ করে চলেছেন। কারণ নির্ধারিত সময়ের মধ্যেই দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ শেষ করতে হবে। এ বছর চারটি মণ্ডপের কাজ করবেন প্রেমচাঁদ। এই চারটি পুজোই সেরা থিম হওয়ার প্রতিযোগিতায় থাকবে বলে দাবি করেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্গাপুজো প্রসঙ্গে প্রেমচাঁদ মুখার্জি বলেন, আমরা এই কটা দিনের জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। পুজো আসা মানে সকলের মুখে হাসি ফোটা, এটা তিনিও উচ্চারণ করেন।