গাঁজা পাচার করতে গিয়ে সাগরেদ সহ মহিলা গ্রেফতার
Last Updated:
এদিন সকালে শিয়ালদা স্টেশন থেকে ধৃত ওই দু'জন একটি সাদা ট্যাক্সি করে উত্তর ২৪ পরগনার ঘুসিঘাটা এলাকার দিকে যাচ্ছিলেন। সেই সময় খবর পেয়ে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পুলিশ টিম ও ভাঙড় থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বড়ালি ঘাট এলাকায় গাড়িটি আটকায়
দক্ষিণ ২৪ পরগণা, কল্যাণ মণ্ডল: গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার হলেন মহিলা ও তাঁর সাগরেদ! ভাঙড়ের ঘটনা। কলকাতা পুলিশ ওই দু’জনকে গ্রেফতার করার পাশাপাশি ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে।
ভাঙড় থানার বড়ালি ঘাট এলাকায় বাসন্তী হাইওয়ের উপর বিপুল পরিমাণ গাঁজা সহ ওই দু’জনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, এদিন সকালে শিয়ালদা স্টেশন থেকে ধৃত ওই দু’জন একটি সাদা ট্যাক্সি করে উত্তর ২৪ পরগনার ঘুসিঘাটা এলাকার দিকে যাচ্ছিলেন। সেই সময় খবর পেয়ে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পুলিশ টিম ও ভাঙড় থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বড়ালি ঘাট এলাকায় গাড়িটি আটকায়। পরে গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ গাঁজা।
advertisement
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের ছাত্রীদের দেখলেই আপত্তিকরভাবে স্পর্শ করেন প্রধান শিক্ষক! অভিযোগ ঘিরে তুলকালাম
ঘটনাস্থল থেকেই মহিলা সহ মোট দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই গাঁজা পাছার চক্রের সঙ্গে আর কারা জড়িত তার খোঁজ চালানো হচ্ছে। এর আগে পোলেরহাট ও উত্তর কাশীপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: মহাদেবের আরাধনায় ডিজের তাণ্ডব! বাংলার বদলে যাওয়া সংস্কৃতিতে খাদের কিনারায় জনস্বাস্থ্য
তবে এই ঘটনায় ইতিমধ্যেই চঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে গাঁজা পাচারকারী হিসাবে এক মহিলা গ্রেফতার হওয়ায় অনেকেই অবাক হয়ে গিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 4:18 PM IST