DJ Box Sound Pollution: মহাদেবের আরাধনায় ডিজের তাণ্ডব! বাংলার বদলে যাওয়া সংস্কৃতিতে খাদের কিনারায় জনস্বাস্থ্য
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Kaustav
Last Updated:
শব্দ দানবের দাপাদাপিতে মারাত্মক সমস্যায় পড়ছেন বয়স্ক থেকে শিশুরা। প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করেন তার দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু তাতে যে বিশেষ কাজ হয়নি সেটা পরিষ্কার
বর্ধমান, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: শহর জুড়ে ডিজের তাণ্ডব। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে প্রচার চললেও সেদিকে কান দেওয়ার প্রয়োজনই বোধ করছে না কেউ। ডিজে বাজিয়ে দেদার চলছে শব্দ দূষণ। একদিকে শ্রাবণ মাসের শেষ সোমবার, অন্যদিকে ২৫ শ্রাবণ বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবস। প্রতিবছরই এইদিন হাজারে হাজারে ভক্ত কাটোয়া থেকে জল নিয়ে আসেন বর্ধমানেশ্বরে জল ঢালতে। কেউ পায়ে হেঁটে তো কেউ গাড়িতে করে আসেন। কিন্তু অবাক করা বিষয় হল লরি, ম্যাটাডোর বা গাড়িতে তারস্বরে ডিজে বক্স বাজিয়ে ভক্তরা জল ঢালতে আসছেন। ফলে অতিষ্ঠ হয়ে উঠছে শহরের মানুষ।
২৫ শ্রাবণ বর্ধমানেশ্বরের আবির্ভাব দিবস। প্রতিবছর পূর্ব বর্ধমান জেলার অন্যান্য প্রান্ত থেকে হাজারে হাজারে মানুষ কাটোয়া থেকে জল নিয়ে আসেন বর্ধমান শহরে। রাত থেকেই শুরু হয় জল ঢালা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাকি সব কিছু ঠিক থাকলেও নিজের তাণ্ডব কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যদিও শব্দ দূষণ রোধ করতে ও ডিজের তাণ্ডব কমাতে কাটোয়া থানা, বর্ধমান থানা সহ বেশ কয়েকটি থানার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রচার চালান হয়েছে। সেখানে সর্বোচ্চ শব্দ সীমা ৬৫ ডেসিবেলের মধ্যে রাখার জন্য বলা হয়েছিল।এমনকি শব্দসীমা লঙ্ঘন করলে দোষি ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ও মিউজিক সিস্টেম বাজেয়াপ্তে হবে বলেও জানানো হয়। কিন্তু তা সত্ত্বেও রবিবার ভোররাত থেকে সোমবার পর্যন্ত ডিজের তাণ্ডব দেখা গেল শহর জুড়ে।
advertisement
আরও পড়ুন: হাতের কাছেই সেই জায়গা, যেখানে মাতঙ্গিনী হাজরা ‘জীবন্ত’! ঘুরতে গিয়েও অনেকেই অজান্তে করে ফেলেন মিস
শব্দ দানবের দাপাদাপিতে মারাত্মক সমস্যায় পড়ছেন বয়স্ক থেকে শিশুরা। প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করেন তার দাবি জানিয়েছেন তাঁরা।যদিও পুজো কমিটিগুলির দাবি, গত দু’বছরের তুলনায় কিছুটা হলেও কমেছছ ডিজের তাণ্ডব। বিভিন্ন থানার পক্ষ থেকেও পুজো কমিটিগুলিকে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আনার বিষয়টি দেখতে বলা হয়েছিল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বর্ধমান শহরের বাসিন্দারা। না হলে অসুস্থ মানুষদের জীবনের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা। পাশাপাশি পড়াশোনা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 11, 2025 2:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
DJ Box Sound Pollution: মহাদেবের আরাধনায় ডিজের তাণ্ডব! বাংলার বদলে যাওয়া সংস্কৃতিতে খাদের কিনারায় জনস্বাস্থ্য







