TRENDING:

Durga Puja Carnival: বর্ধমানেও হবে বর্নময় দুর্গা কার্নিভাল, চূড়ান্ত হল দিনক্ষণ 

Last Updated:

বর্ধমানে বেশ কয়েকটি বিগ বাজেটের বারোয়ারি দুর্গা পুজোর আয়োজন করা হয়। তাদের মধ্য থেকেই চল্লিশটি পুজো কমিটিকে এই কার্নিভালে যোগ দেওয়ার জন্য বেছে নেওয়া হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শরদিন্দু ঘোষ, বর্ধমান: কলকাতার মতোই বর্ধমানে বারোয়ারি পুজো কমিটিগুলিকে নিয়ে অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর কার্নিভাল। জেলা প্রশাসন এ ব্যাপারে বর্ধমানের বংশ গোপাল টাউন হলে প্রস্তুতি বৈঠক সেরে ফেললো। প্রস্তুতি বৈঠকে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই এই কার্নিভালের দিনক্ষণ ও কর্মসূচি ঘোষণা করা হয়।
বর্ধমানেও হবে বর্নময় দুর্গা কার্নিভাল, চূড়ান্ত হল দিনক্ষণ 
বর্ধমানেও হবে বর্নময় দুর্গা কার্নিভাল, চূড়ান্ত হল দিনক্ষণ 
advertisement

বর্ধমানের কাঞ্চননগর এলাকায় সেখানকার পুজো কমিটিগুলি-কে নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে কয়েক বছর। তবে শহর জুড়ে প্রশাসনিক উদ্যোগে কার্নিভালের আয়োজন এবারই প্রথম। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, ইউনেস্কো বাঙালির এই দুর্গোৎসবকে বিশেষ সম্মান জানিয়েছে। সে কারণে এবারের দুর্গাপুজোর গুরুত্বই আলাদা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে দুর্গা পুজোকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলকাতাতে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়  এবার বর্ধমানেও সেই কার্নিভাল করার পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল। কীভাবে তা বাস্তবায়িত হবে এ ব্যাপারে টাউন হলে সভা ডেকে আলোচনা করা হল।

advertisement

আরও পড়ুন- বর্ধমানে দফায় দফায় বর্ষণে পণ্ড রবিবারের পুজোর বাজার

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিধায়ক ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বর্ধমানে এই দুর্গা কার্নিভাল অনুষ্ঠিত হবে। আগামী ৭ অক্টোবর এই কার্নিভাল হবে। বর্ধমান শহরের জিটি রোডে সেই কার্নিভালে প্রত্যক্ষভাবে ৪০টি পুজো কমিটি যোগ দেবে। পুলিশ লাইন থেকে কার্নিভালের শোভাযাত্রা শুরু হবে। এ ছাড়াও অন্যান্য বেশ কয়েকটি পুজো কমিটি স্বেচ্ছাসেবক সরবরাহ সহ নানা কাজে এই কার্নিভালের  সঙ্গে যুক্ত থাকবে। জিটি রোডের দুপাশে দাঁড়িয়ে বর্ধমান শহরের বাসিন্দারা সেই কার্নিভাল প্রত্যক্ষ করতে পারবেন।

advertisement

আরও পড়ুন- পিএফ ইস্যু; বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের অভিষেকের পাল্টা উত্তরকন্যা ঘেরাওয়ের হুঁশিয়ারি শুভেন্দুর

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

উল্লেখ্য, বর্ধমানে বেশ কয়েকটি বিগ বাজেটের বারোয়ারি দুর্গা পুজোর আয়োজন করা হয়। তাদের মধ্য থেকেই চল্লিশটি পুজো কমিটিকে এই কার্নিভালে যোগ দেওয়ার জন্য বেছে নেওয়া হচ্ছে। বাকি পুজো কমিটিগুলো নানাভাবে এর সঙ্গে যুক্ত থাকবে। এই কার্নিভালকে বর্ণময় করে তুলতে নানান পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই প্রস্তুতি বৈঠকে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও পুজো কমিটির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Carnival: বর্ধমানেও হবে বর্নময় দুর্গা কার্নিভাল, চূড়ান্ত হল দিনক্ষণ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল