বর্ধমানে দফায় দফায় বর্ষণে পণ্ড রবিবারের পুজোর বাজার

Last Updated:

দিনের বেশিরভাগ সময়ই হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে। আকাশ ঘোলাটে। অঝোর ধারায় বৃষ্টি ঝড়েছে। তাতেই পণ্ড রবিবারের পুজোর বাজার।

বর্ধমানে দফায় দফায় বর্ষণে পণ্ড রবিবারের পুজোর বাজার
বর্ধমানে দফায় দফায় বর্ষণে পণ্ড রবিবারের পুজোর বাজার
শরদিন্দু ঘোষ, বর্ধমান: দফায় দফায় বর্ষণে পণ্ড হল বর্ধমানের রবিবারের পুজোর বাজার। এদিন সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। এরপর বেলা বাড়তেই কালো মেঘে আকাশ ঢেকে যায়। তারপর শুরু হয় দফায় দফায় বর্ষণ। দিনের বেশিরভাগ সময়ই হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে। আকাশ ঘোলাটে। অঝোর ধারায় বৃষ্টি ঝড়েছে। তাতেই পণ্ড রবিবারের পুজোর বাজার।
পুজো কড়া নাড়ছে দোরগোড়ায়। সেপ্টেম্বর শুরু হতেই পুজোর বাজারে ভিড় চোখে পড়ছিল। এখন পুজোর বাজার পুরোপুরি জমে উঠেছে বলাই যায়। তাই রবিবার ছুটির দিনে ভাল রকম বেচাকেনা হবে বলে আশা করেছিলেন বিক্রেতারা। কিন্তু তাতে বাধ সেধেছে এই বর্ষণ। বিক্রেতারা বলছেন, সকালের দিকে কিছুটা বিক্রিবাটা হয়েছিল। তারপর বৃষ্টির কারণে দুর্ভোগে নাজেহাল হন বাইরে থেকে আসা ক্রেতাদের অনেকেই। শহরের বাসিন্দারা আবহাওয়া দেখে আর ঘরের বাইরে পা দেননি। বিক্রেতারা বলছেন, এরকম মাঝে মধ্যেই নিম্নচাপের কারণে বৃষ্টি হবে শোনা যাচ্ছে। তাতে পুজোর বাজারের যথেষ্টই ক্ষতি হবে বলে আমরা মনে করছি। গত দু'বছর করোনার কারণে বিক্রিবাটা হয়নি। এবার তাই অনেক আশা নিয়ে পুজোর মরশুমের প্রস্তুতি নেওয়া হয়েছে। লাগাতার বৃষ্টি হলে ব্যবসার খুব ক্ষতি হবে।
advertisement
advertisement
বর্ধমান শহরের কার্জন গেট চত্ত্বর, বি সি রোড, বড়বাজার মূল বাজার এলাকা। বি সি রোডের দু'পাশে সার দিয়ে পোশাক, কাপড়ের দোকান। এদিন বৃষ্টির কারণে বেশিরভাগ দোকানে ফাঁকা ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপে জেরে রবিবারের মতো সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে অতি ভারি বৃষ্টির কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। স্বাভাবিক কারণেই চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের কপালে। তাঁরা বলছেন, বৃষ্টির কারণে রবিবারের পুজোর বাজার মাঠে মারা গেল। এভাবে চলতে থাকলে যথেষ্টই লোকসানের মধ্যে পড়তে হবে বলে আশঙ্কা করছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমানে দফায় দফায় বর্ষণে পণ্ড রবিবারের পুজোর বাজার
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement