পিএফ ইস্যু; বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের অভিষেকের পাল্টা উত্তরকন্যা ঘেরাওয়ের হুঁশিয়ারি শুভেন্দুর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
পিএফ তুমি কার? তরজায় অভিষেক-শুভেন্দু।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী ,হুগলি: পিএফ ইস্যুতে অভিষেকের পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর। তিনি বলেন, ‘‘ঘেরাও করে দেখুক। এটা ডায়মন্ড হারবার নয়, ওরা যদি আমাদের নেতা-মন্ত্রীদের বাড়ি ঘেরাও করে তাহলে আমরা উত্তরকন্যা ঘেরাও করে তালা চাবি লাগিয়ে দেব। পাশাপাশি পিএফ টাকার দায়িত্ব রাজ্য সরকারের। রাজ্য সরকার ব্যর্থ।’’ এমনটাই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
রবিবার উত্তরবঙ্গ থেকে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের এক সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘চা শ্রমিকদের পিএফের টাকা থেকে বঞ্চিত করছে কেন্দ্র। আন্দোলন করুন। ডিসেম্বর মাস পর্যন্ত পিএফ অফিস ঘেরাও করুন ।তারপরেও যদি কাজ না হয় তাহলে ১ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদদের বাড়ি ঘেরাও করুন। সেই আন্দোলনে আমি থাকব।’’ আর এ প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিষেককে এক হাত নিলেন শুভেন্দু।
advertisement
advertisement
উত্তরকন্যা ঘেরাওয়ের পাল্টা হুশিয়ারি দেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী বললেন, ‘‘মোদি সরকার উত্তরবঙ্গের মানুষের সম্মান ফিরিয়ে দিয়েছে। তাই ভাইপোর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) কথার কোনও গুরুত্ব নেই। চা বলয়ের মানুষজন আগেও বিজেপির সঙ্গে ছিল, এখনও বিজেপির সঙ্গে আছে আগামী দিনেও বিজেপির সঙ্গেই থাকবে।’’ উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে চা সম্মেলন থেকে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘২০১৬,২০১৯,২০২১ সালে প্রধানমন্ত্রী এসেছিলেন। বীরপাড়া-সহ সাত চা-বাগান অধিগ্রহণ করে খুলে দেওয়ার কথা বলেছিলেন নরেন্দ্র মোদি আর তা বাস্তবায়িত করলেন দিদি। ওরা শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করে।’’
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, ‘‘পিএফ, গ্র্যাচুয়িটি রাজ্যের নয়, কেন্দ্রের আওতায় পড়ে ৷ তাই চা-বাগানের শ্রমিকদের পিএফের টাকার জন্য আন্দোলন করতে হবে। এই টাকা আপনাদের প্রাপ্য। আগামিকাল থেকেই এই ইস্যুতে আন্দোলনে নামুন।’’
advertisement
এই আন্দোলন প্রসঙ্গেই ১ জানুয়ারি থেকে বিজেপির বিধায়ক সাংসদদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা হিসেবে নবান্ন অভিযানকে সামনে রেখে হুগলির পান্ডুয়ায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী উত্তরকন্যা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2022 6:45 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পিএফ ইস্যু; বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের অভিষেকের পাল্টা উত্তরকন্যা ঘেরাওয়ের হুঁশিয়ারি শুভেন্দুর