১ কোটি টাকা বাজেটের এই স্থায়ী মন্দির দর্শন করতে এখন পুজোর দিনগুলোতে জেলার নানা প্রান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমছে। চোখ ধাঁধানো মার্বেল পাথরের সূক্ষ্ম কারুকার্য, স্থাপত্যশৈলীর ব্যতিক্রমী নিদর্শন এবং ঐতিহ্যবাহী নকশা, সবকিছু মিলিয়ে মন্দিরটি হয়ে উঠেছে এক অনন্য সংস্কৃতি ও ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ। বিশ্ববিখ্যাত মাকরানা মার্বেল পাথর, যা আগে তাজমহল-সহ বহু ঐতিহাসিক স্থাপত্যে ব্যবহৃত হয়েছে, এবার তার ছোঁয়া পেল পুরুলিয়ার দুর্গাপুজোর এই মন্দির নির্মাণেও।
advertisement
আরও পড়ুন: প্রশাসনের উদ্যোগে তৈরি পালনা থেকে উদ্ধার পুত্র সন্তান, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুর শহরে
এটি জেলার ইতিহাসে প্রথম, যেখানে রাজস্থানের এই মূল্যবান মার্বেল দিয়ে একটি পূর্ণাঙ্গ দুর্গা মন্দির নির্মিত হয়েছে। এটি নিঃসন্দেহে পুরুলিয়ার স্থাপত্য ও ধর্মীয় চর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা করল। তাঁতীপাড়া ষোলআনা কমিটির এই উদ্যোগ শুধু একটি ধর্মীয় স্থানের সৃষ্টি নয়, বরং এটি হয়ে উঠেছে পুরুলিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। এক দিকে, এই মন্দির যেমন ধর্মীয় অনুভূতির সঙ্গে মানুষকে সংযুক্ত করছে, তেমনি অন্যদিকে ভবিষ্যতে এটি পর্যটনক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা যায়।