TRENDING:

বাজার কাঁপাচ্ছে এআই! কিন্তু আধুনিক প্রযুক্তি কী হয়ে উঠবে যন্ত্রণার কারণ? এই মণ্ডপে গেলে বুক কেঁপে উঠবে

Last Updated:

Durga Puja 2025 : জীবন যাত্রা সহজ করার যন্ত্র হয়ে উঠতে পারে যন্ত্রণার কারণ। তাই যন্ত্রের ব্যবহারে লাগাম টানার বার্তা ফুটে উঠেছে মণ্ডপে। দেখ আসুন একদিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান : ঝড়, জল, বন‍্যা কাটিয়ে অবশেষে ঘাটালের আকাশেও শরতের মেঘ। মণ্ডপ একেবারে প্রস্তুত। খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন‍্য। ঘাটালের দাসপুরে সোনাখালি স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘করি যন্ত্রের বন্দনা,তবু যন্ত্রতেই যন্ত্রণা’। আধুনিক জীবনে প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ছে, তবে এই যন্ত্রগুলি কখনও কখনও নানা সমস্যা তৈরি করে, যা যন্ত্রণার কারণ হয়। সেই বার্তা সমাজে ছড়িয়ে দিতেই এই উদ‍্যোগ।
advertisement

অপেক্ষার প্রায় অবসান। পুজো শুরু না হলেও মণ্ডপ উদ্বোধন হয়ে দর্শনার্থীদের প‍্যান্ডেল হপিং শুরু। আলোর রঙে সেজে ওঠা এই পুজো মণ্ডপ ইতিমধ্যেই ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মুখ‍্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ‍্যায়। ঘাটালের বেশকিছু বিগ বাজেটের পুজোর মধ‍্যে এটিও একটি। আধুনিক সমাজে যন্ত্রের যথেচ্ছ ব‍্যবহারে লাগাম দেওয়ার বার্তা ফুটে উঠেছে মণ্ডপে। চলতি বছরে তারা ২২তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘদিন ধরে এলাকার অন্যতম জনপ্রিয় পুজো হিসেবে পরিচিত এই মণ্ডপ।

advertisement

আরও পড়ুন : চোখ পড়লেই থমকে যাবেন, ১১০ ফুটের বিশাল মণ্ডপ! মায়ানমার এবার ঘরের কাছেই 

আধুনিক সমাজ ও প্রযুক্তির ব্যবহারকে কেন্দ্র করে এই থিমের মাধ্যমে গভীর বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।বিজ্ঞান নিজস্ব ছন্দে তার নিত‍্যনতুন আবিষ্কার মানুষের কাজের চাপমুক্তি ঘটাচ্ছে। তবে এক্ষেত্রে যদি সুফল ও কুফলের মধ‍্যে সমতা বজায় রেখে রোজনামচায় যন্ত্রকে কাজে লাগানো যায়, তাহলে এর স্থান সঠিক থাকে। কিন্তু আধুনিক সমাজে সর্বক্ষণ বিভিন্নভাবে যে যন্ত্রের যথেচ্ছ ব‍্যবহার চালাচ্ছি, তাতে মাঝেমাঝেই যন্ত্রণার মুখোমুখিও হতে হচ্ছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অনেকেই যন্ত্রের বন্দনা করছেন, কিন্তু এর মধ্যেও “যন্ত্রণা”—অর্থাৎ, এর থেকেও নতুন কোনও সমস্যা বা যন্ত্রণার উদ্ভব হতে পারে। তাই সমাজের এক অর্থবহ বার্তাকে তুলে ধরতে এই থিম। শুধু কম্পিউটার বা আধুনিক টেকনোলজি নয়, আরও যাবতীয় যন্ত্র যা আমাদের পথ চলায় কাজে লাগে, কাজের সুবিধার্থে বিজ্ঞান আমাদের যে সমস্ত যন্ত্র তুলে দিয়েছে, সবকিছুকেই বোঝান হয়েছে এই থিমে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাজার কাঁপাচ্ছে এআই! কিন্তু আধুনিক প্রযুক্তি কী হয়ে উঠবে যন্ত্রণার কারণ? এই মণ্ডপে গেলে বুক কেঁপে উঠবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল