Durga Puja 2025 : চোখ পড়লেই থমকে যাবেন, ১১০ ফুটের বিশাল মণ্ডপ! মায়ানমার এবার ঘরের কাছেই
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Durga Puja 2025 : জেলায় থিম পুজো শুরু হয়েছিল তাদের হাত ধরেই। এবার তাদের থিম সিম্পিউমে প্যাগোডা। প্রায় ১১০ ফুট উচ্চতার এই মণ্ডপ দর্শরকদেরক নজর কাড়তে প্রস্তুত।
চৈতন্যপুর, হলদিয়া, সৈকত শী: বর্তমান সময়ে বারোয়ারি বা ক্লাবের দুর্গাপুজো মানেই থিমের জমজমাট লড়াই। থিম পুজোর মাধ্যমে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা। আর তাতেই থিমের মাধ্যমে আসে নানান প্রসঙ্গ। শিল্পীর ভাবনায় কোথাও এক টুকরো মায়ানমার আবার কোথাও বিষ্ণুর স্বর্গ। এবার থিম পুজোয় এক টুকরো মায়ানমার উঠে আসছে হলদিয়ায়। হলদিয়ার চৈতন্যপুরের একটি পুজো কমিটির থিম মায়ানমারের সিম্পিউমে প্যাগোডা।
মায়ানমারের ওই বৌদ্ধ স্থাপত্য বা বৌদ্ধ মন্দির আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। চোখ ধাঁধানো এই মণ্ডপের বাইরে ও ভেতরের কারুকার্য দর্শকদের আকর্ষিত করবে। বর্তমান সময়ের দুর্গাপুজো মানেই বারোয়ারি বা ক্লাবগুলিতে থিম পুজোর ছড়াছড়ি। বড় শহর থেকে ছোট শহর, এমনকি মফসল ও গ্রামেও থিম পুজোর আধিক্য বাড়ছে। পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন প্রান্তে একাধিক বিগ বাজেটের পুজোগুলিতে নানান ধরনের থিম ফুটে উঠছে মণ্ডপে।
advertisement
আরও পড়ুন : ফের নিম্নচাপের চোখরাঙানি, ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি! কী হবে উত্তরবঙ্গের? জানালো আইএমডি
advertisement
হলদিয়ার চৈতন্যপুর নবতারা ক্লাবের পুজো উদ্যোক্তাদের কথায় পূর্ব মেদনীপুর জেলায় তারা প্রথম থিম পুজোর প্রচলন করেছিল। এই ধারা চলতি বছরেও অব্যাহত। এবারে তাদের থিম সিম্পিউমে প্যাগোডা। প্রায় ১১০ ফুট উচ্চতার এই মণ্ডপ তৈরি হয়েছে হলদিয়া চৈতন্যপুর বাসস্ট্যান্ডের অদূরেই। চৈতন্যপুর নবতারা ক্লাবের এবারের পুজো বিষয়ে সম্পাদক সোমনাথ ভূঁইয়া জানান, শুধু হলদিয়া নয়, পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম নামী পুজো নবতারা ক্লাবের দুর্গাপুজো। আমরা প্রথম জেলায় থিম পুজোর প্রচলন করি।
advertisement
আরও পড়ুন : দায়িত্ব পালন করতে গিয়েই করুণ পরিণতি! ডিউটিতে প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের ! কীভাবে হল?
সেই ধারা অব্যাহত। এবার ২৫ তম বর্ষে নবতারার দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোয় থিমের মণ্ডপ হিসাবে তুলে ধরা হয়েছে মায়ানমারের বৌদ্ধ স্থাপত্য সিম্পিউমে প্যাগোডা। ১১০ ফুট উচ্চতার বিশাল আয়তনের এই মণ্ডপ নির্মাণ হয়েছে তিন মাস ধরে। এবারের পুজোর বাজেট ৪৩ লক্ষ টাকা। মণ্ডপের ভেতরের কারুকার্য রাজবাড়ি ঘরানার। প্রশাসনের নিয়ম মেনে মণ্ডপ ও মণ্ডপ চত্বরে সিসিটিভি সহ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার দুর্গাপুজোয় হলদিয়ার এলেই বৌদ্ধ স্থাপত্য দর্শনের সুযোগ মিলবে দর্শনার্থীদের। হলদিয়ার চৈতন্যপুরের নবতারা ক্লাবের থিম মায়ানমারের সিম্পিউমে প্যাগোডা তৈরি হয়েছে ফোম, থার্মোকল শহর নানান উপাদান দিয়ে। জেলার অন্যতম নামে পুজো হিসেবে এবারে দর্শকদের আনন্দ দিতে তৈরি এই ক্লাব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haldia,Purba Medinipur,West Bengal
First Published :
September 26, 2025 2:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : চোখ পড়লেই থমকে যাবেন, ১১০ ফুটের বিশাল মণ্ডপ! মায়ানমার এবার ঘরের কাছেই